নয়া দিল্লি: কয়লাকাণ্ডের তদন্তে (Coal Smuggling Case) সোমবার (১৪ নভেম্বর) পুরুলিয়ার জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দোপাধ্যায়কে দিল্লিতে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। তবে সুজয়বাবু আগামিকাল দিল্লিতে ইডি অফিসে যাচ্ছেন না বলেই সূত্রের খবর। সুজয় বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই হাজিরা দিতে না পারার বিষয়টি ইডিকে মেল করে জানিয়েছেন বলে সূত্র মারফত খবর। ব্যক্তিগত কাজের কারণে তিনি ইডি অফিসে সোমবার জেতে পারবেন না বলে জানিয়েছেন। ইডি সূত্র মারফত এমনই জানা গিয়েছে।
উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকেই ইডির তরফে সুজয় বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠিয়েছিল ইডি। দিল্লিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে গিয়ে দেখা করতে বলা হয়েছিল তাঁকে। সেই নোটিসের প্রাপ্তিস্বীকার করেছিলেন পুরুলিয়ার জেলা সভাধিপতি। সেই সময়েই তিনি সাংবাদিকদের জানিয়ে দিয়েছিলেন, আগামিকাল তিনি হাজিরা দিতে পারবেন না এবং সেই কথা তিনি ইডিকে চিঠি লিখে জানাবেন। কারণও জানিয়েছিলেন তিনি। ১৪ নভেম্বর শিশুদিবস রয়েছে এবং তারপরের দিন বিরসা মুন্ডার জন্মদিন। সেই সময় পুরুলিয়া জেলায় বিভিন্ন অনুষ্ঠান থাকে এবং সেখানে তিনি আমন্ত্রিত থাকেন। সেই সব কারণেই ওই দুই দিন বাদে অন্য সময়ে যাতে তাঁকে ডাকা হয়, সেই আবেদন জানিয়ে ইডিকে চিঠি লিখবেন বলে জানিয়েছিলেন সুজয় বন্দ্যোপাধ্যায়।
বিষয়টি নিয়ে রবিবার রাতে সুজয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি। তবে পুরুলিয়া জেলা তৃণমূল সূত্রে খবর, সুজয় বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত পুরুলিয়াতেই রয়েছেন। প্রসঙ্গত, কয়লা কাণ্ডের তদন্তের জট কাটাতে মরিয়া হয়ে উঠেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যেই একাধিকবার একাধিকজনকে ডেকে পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। আগামী ১৮ নভেম্বর রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকেও দিল্লিতে ইডি অফিসে ডেকে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। এখন দেখার আগামী দিনে কয়লা কাণ্ডের তদন্ত প্রক্রিয়ায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে কোনও নতুন তথ্য উঠে আসে কি না।