Mahua Moitra: মহুয়া মৈত্রকে তলব ইডির! ফেমা লঙ্ঘনের মামলায় দিতে হবে জবানবন্দি

Feb 15, 2024 | 6:58 PM

ED summons Mahua Moitra: ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট বা ফেমা (FEMA) লঙ্ঘনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্যই মহুয়া মৈত্রকে ১৯ ফেব্রুয়ারি হাজিরা দিতে বলা হয়েছে। দিল্লিতে ইডির সদর দফতরে গিয়ে জবানবন্দি দিতে হবে তৃণমূল নেত্রীকে।

Mahua Moitra: মহুয়া মৈত্রকে তলব ইডির! ফেমা লঙ্ঘনের মামলায় দিতে হবে জবানবন্দি
মহুয়া মৈত্র। ফাইল ছবি।

Follow Us

নয়া দিল্লি: জেরার জন্য তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্রকে তলব করল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট বা ফেমা (FEMA) লঙ্ঘনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্যই মহুয়া মৈত্রকে ১৯ ফেব্রুয়ারি হাজিরা দিতে বলা হয়েছে। দিল্লিতে ইডির সদর দফতরে গিয়ে জবানবন্দি দিতে হবে তৃণমূল নেত্রীকে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ফেমার আওতায় তাঁর বক্তব্য রেকর্ড করবে কেন্দ্রীয় সংস্থাটি। প্রসঙ্গত, লোকপাল আইনের আওতায় মহুয়া মৈত্রর বিরুদ্ধে তদন্ত করছে সিবিআইও।

এর আগে মহুয়া মৈত্রর বিরুদ্ধে, ব্যবসায়ী দর্শন হিরানন্দানির কাছ থেকে নগদ এবং মূল্যবান উপহার গ্রহণের বিনিময়ে, ওই শিল্পপতির নির্দেশ মতো লোকসভায় প্রশ্ন করার অভিযোগ করেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। ঘুষের বিনিময়ে তিনি হিরানন্দানির নির্দেশে আদানি গোষ্ঠী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেছিলেন বলে অভিযোগ ছিল নিশিকান্তর। ব্যক্তিগত আর্থিক লাভের জন্য তিনি জাতীয় নিরাপত্তার সঙ্গে আপস করেছেন, এমন গুরুতর অভিযোগও ওঠে মহুয়ার বিরুদ্ধে। নিশিকান্তর অভিযোগের ভিত্তিতে মহুয়া মৈত্রর বিরুদ্ধে তদন্ত করে লোকসভার এথিক্স কমিটি। কমিটির রিপোর্ট জমা পড়ার পর, গত ডিসেম্বর মাসে মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছিল।

মহুয়া মৈত্র অবশ্য প্রথম থেকেই কোনও অন্যায়ের সঙ্গে যুক্ত থাকার কথা অস্বীকার করেছেন। তাঁর দাবি, তিনি আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন করাতেই তাঁকে নিশানা করেছে বিজেপি।

Next Article