Uddhav Thackeray vs Eknath Shinde: ‘দলবিরোধী কার্যকলাপ’, শিন্ডের শিবসেনা ‘নেতা’ তকমা কাড়লেন উদ্ধব

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Jul 02, 2022 | 12:22 AM

Uddhav Thackeray vs Eknath Shinde: উদ্ধবের দাবি, দল বিরোধী কার্যকলাপে যুক্ত হয়েছেন শিন্ডে। তাই সেনা প্রধান হিসাবে নিজের ক্ষমতাবলেই তিনি একনাথকে শিবসেনা নেতার পদ থেকে সরিয়ে দিচ্ছেন।

Uddhav Thackeray vs Eknath Shinde: দলবিরোধী কার্যকলাপ, শিন্ডের শিবসেনা নেতা তকমা কাড়লেন উদ্ধব

Follow Us

মুম্বই: দীর্ঘ দড়ি টানাটানি শেষে রাতারাতি বদলে গিয়েছে মহারাষ্ট্রের (Maharashtra) মুখ্যমন্ত্রী। পদত্যাগ করেছেন উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। হাতে নিয়েছেন দলের রাশ। মসনদে বসেছেন ‘বিদ্রোহী’ একনাথ। বিজেপির হাত ধরে তৈরি হয়েছে নতুন সরকার। উপমুখ্যমন্ত্রীর আসনে বসেছেন দেবেন্দ্র ফড়ণবীস। এবার একদা ‘খাস বন্ধু’ একনাথের থেকে কেড়ে নিলেন শিবসেনা নেতার তকমা। সূত্রের খবর, ইতিমধ্যেই নবনিযুক্ত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে (Eknath Shinde) দলের সংগঠনে শিবসেনা নেতার পদ থেকে সরিয়ে দিয়েছেন উদ্ধব। এ নিয়ে পার্টির তরফে জারি হয়েছে বিবৃতিও। যা নিয়েই ফের উত্তাল মহারাষ্ট্রের রাজ্য-রাজনীতি। 

উদ্ধবের দাবি, দল বিরোধী কার্যকলাপে যুক্ত হয়েছেন শিন্ডে। তাই সেনা প্রধান হিসাবে নিজের ক্ষমতাবলেই তিনি একনাথকে শিবসেনা নেতার পদ থেকে সরিয়ে দিচ্ছেন। প্রসঙ্গত, এখনও দলের প্রধানের পদেই রয়েছেন উদ্ধব। কিন্তু, শিন্ডের দাবি ক্ষমতা থাকলেও আদপে উদ্ধব এখন ‘ঢাল তরোয়ালহীন নিধিরাম সর্দার’। কারণ, দলের অন্দরেই বর্তমানে সংখ্যালঘু হয়ে পড়েছে উদ্ধব শিবির।

এদিকে এর আগে শিন্ডে শিবির সুপ্রিম কোর্টে নিজেদেরকে আসল শিবসৈনিক হিসাবে দাবি করেছে। এমনকী শরদ পাওয়ারের জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি) এবং কংগ্রেসের সঙ্গে মিলে যে জোট সরকার তৈরি হয়েছিল মহারাষ্ট্রে তা আধপে উদ্ধবের পিতা তথা শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরের হিন্দুত্বের আদর্শকে ম্লান করেছে। তাই তাঁরা এ জোটের তীব্র বিরোধিতা করছেন শুরু থেকে। এমনকী মুখ্যমন্ত্রীর আসনে বসার পর একেবারে বালাসাহেব ঠাকরের সঙ্গে একটি পুরনো ছবিও টুইটারে প্রোফাইল পিকচার করে ফেলেন একনাথ শিন্ডে। কিন্তু, বর্তমানে উদ্ধবের এ ‘পাল্টা আক্রমণের’ মোকাবিলা শিন্ডে কীভাবে করেন এখন সেটাই দেখার।

Next Article