তিরুবনন্তপুরম : ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডির তলবের মুখোমুখি হয়েছেন রাহুল গান্ধী। পাঁচদিন তাঁকে জেরার জন্য ডেকে পাঠানো হয়েছে। এবার এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তোপ দাগলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেছেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না বুঝেই এই পদক্ষেপ করেছেন। তবে তিনি বুঝতে পারেননি যে পাঁচদিনের তলবেও এই ওয়ানাদের সাংসদের ব্যবহারে কোনও পরিবর্তন আসবে না।
গত মাসে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ইডির দফতরে হাজিরা দেন। ন্যাশনাল হেরাল্ড মামলায় আর্থিক তছরুপের অভিযোগে তাঁকে পাঁচদিন জিজ্ঞাসাবাদ করে ইডি। আজ সে প্রসঙ্গেই কেরলের একটি সভা থেকে প্রধানমন্ত্রীকে তোপ দাগলেন তিনি। এদিন তিনি বলেন, ‘ভারত সরকার…প্রধানমন্ত্রী ভাবেন যে, পাঁচদিন ইডির দফতরে হাজিরা দিয়ে আমি আমার ব্যবহার পাল্টে ফেলব। এটা প্রধানমন্ত্রীর বিভ্রান্তি।’ তিনি এদিন কেরলের ক্ষমতাসীন সরকারকেও একহাত নেন। রাহুল অভিযোগ করেছেন,বিজেপি ও সিপিএম উভয়েই হিংসায় বিশ্বাসী। এটা তাদের চিন্তাধারায় গ্রোথিত হয়ে গিয়েছে। তিনি বলেছেন যে, এই দুই দলই হিংসা ও ভয় দেখিয়ে অন্য মানুষের চিন্তাধারা বদলে দিতে চায়। রাহুল এদিন বলেছেন, ‘তারা উভয়েই ভাবে হিংসাত্মক পদ্ধতিতে তারা মানুষদের ভয় দেখাতে পারে। তাঁদের চিন্তাভাবনায় অনেক বড় ভুল এটি। কারণ তাঁদের সাহসের অভাব রয়েছে। তারা ভাবে হিংসা দিয়ে মানুষের ব্যবহার পরিবর্তন করতে পারবে। কিন্তু সেরকম নয়। কারণ এরকম অনেক মানুষ রয়েছেন যাদের ব্যবহার হিংসা বা ভয় দেখিয়ে পাল্টে ফেলা সম্ভব নয়।’
গত সপ্তাহে কালপেট্টায় তাঁর অফিসে ভাঙচুর করা হয়েছিল। এসএফআই কর্মীদের এই ভাঙচুরের ঘটনার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেছেন, ‘আমার দেশের মানুষের প্রতি আমার ভালবাসা দিয়েই আমার ব্যবহার গঠিত হয়। আমার বিরোধী বা শত্রুদের দ্বারা আমার ব্যবহার গঠিত হয় না।’