ভোটে নাক গলানোর মাশুল, IPS অফিসারকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন, তলব আরেক কর্তাকেও

ঈপ্সা চ্যাটার্জী |

May 29, 2024 | 9:02 AM

ECI: ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের স্পেশাল সেক্রেটারি হিসাবে কর্মরত ছিলেন আইপিএস অফিসার ডিএস কুট্টে। নির্বাচনী প্রক্রিয়ায় অযথা হস্তক্ষেপের অভিযোগে তাঁকে সাসপেন্ড করে নির্বাচন কমিশন। আজ, ২৯ মে-র মধ্যে তাঁকে দিল্লিতে রিপোর্ট করতে বলা হয়েছে।

ভোটে নাক গলানোর মাশুল, IPS অফিসারকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন, তলব আরেক কর্তাকেও
ফাইল চিত্র
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: নির্বাচন নিয়ে কোনও ছেলেখেলা বরদাস্ত নয়, কড়া জাতীয় নির্বাচন কমিশন। নির্বাচনী প্রক্রিয়ায় অযাচিত হস্তক্ষেপের জন্য সাসপেন্ড করা হল আইপিএস অফিসার ডিএস কুট্টে-কে। আরেক আইপিএস অফিসার আশীষ সিং, যিনি গত ৪ মে থেকে ছুটিতে রয়েছেন, তাঁকেও স্বাস্থ্য পরীক্ষার জন্য় হাজির হতে নির্দেশ দিল নির্বাচন কমিশন।

ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের স্পেশাল সেক্রেটারি হিসাবে কর্মরত ছিলেন আইপিএস অফিসার ডিএস কুট্টে। নির্বাচনী প্রক্রিয়ায় অযথা হস্তক্ষেপের অভিযোগে তাঁকে সাসপেন্ড করে নির্বাচন কমিশন। আজ, ২৯ মে-র মধ্যে তাঁকে দিল্লিতে রিপোর্ট করতে বলা হয়েছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ওড়িশার মুখ্য নির্বাচনী অফিসার ওড়িশার মুখ্যসচিবকে খসড়া চার্জশিট দেবেন। মুখ্যসচিবকে আগামিকালের মধ্যে চার্জশিট তৈরি করতে হবে।

অন্যদিকে, আরেক আইপিএস অফিসার আশীষ সিং, যিনি আইজি পদে (মুখ্যমন্ত্রীর নিরাপত্তা) কর্মরত, তাঁকেও মেডিক্যাল টেস্টের নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। জানা গিয়েছে, ওই আইপিএস অফিসার গত ৪ মে থেকে মেডিক্যাল লিভে রয়েছেন। আগামী ৩০ মে-র মধ্যে তাঁকে মেডিক্যাল টেস্টের জন্য হাজিরা দিতে হবে। ভুবনেশ্বরের এইমসে এই পরীক্ষা হবে, পরীক্ষার জন্য বিশেষ মেডিক্যাল বোর্ড তৈরি করার নির্দেশও দিয়েছে কমিশন।

Next Article