গুয়াহাটি : অসমের বিধানসভা উপনির্বাচনকে (Assam ByPolls) কেন্দ্র করে চড়ছে রাজনীতির পারদ। শুরু হয়েছে তপ্ত বাক্য বিনিময়। আর কখনও কখনও তা সীমা অতিক্রমও করে যাচ্ছে। আর এই নিয়েই এবার কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের (Election Commission)। আজ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে (Himanta Biswa Sarma) সতর্ক করে দিয়েছে নির্বাচন কমিশন। উপনির্বাচনের প্রচারের সময় কোনও সভা, সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় তাঁকে “সংযমী” হতে বলেছে কমিশন।
নির্বাচন কমিশনের সচিব এন টি ভুটিয়া একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছেন, “কমিশন হেমন্ত বিশ্ব শর্মাকে সতর্ক করে দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে তাঁকে আরও সতর্কতা অবলম্বন করতে এবং সংযমী আচরণ করার জন্য বলা হয়েছে। কোনও সভা, সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় আদর্শ আচরণবিধি কঠোরভাবে মেনে চলার জন্য বলা হয়েছে।”
উল্লেখ্য, সম্প্রতি নির্বাচন কমিশনের কাছে হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগ করেছিলেন অসমের বিধানসভার বিরোধী দলনেতা দেবব্রত সাইকিয়া এবং অসম কংগ্রেসের সভাপতি ভূপেন কুমার বোহরা। অভিযোগ ছিল, আদর্শ আচরণবিধি লাগু হয়ে যাওয়ার পরেও হেমন্ত বিশ্ব শর্মা রাস্তা, মেডিক্যাল কলেজ, স্কুল ও স্টেডিয়াম তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন প্রচারে নেমে। এই দুই অভিযোগ হাতে পাওয়ার পরেই নড়েচড়ে বসে নির্বাচন কমিশন। আজ এই দুই অভিযোগের ভিত্তিতে হেমন্ত বিশ্ব শর্মার কাছে একটি নোটিসও পাঠিয়েছে কমিশন।
তাঁরা আরও অভিযোগ জানিয়েছেন, অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা চা বাগানের শ্রমিকদের স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আর্থিক সহায়তারও প্রতিশ্রুতি দিয়েছেন। অথচ আদর্শ আচরণবিধিতে বলা হয়েছে, যে রাজনৈতিক দলটি ক্ষমতায় রয়েছে, তারা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ার পরে ভোটাররা প্রভাবিত হতে পারে এমন কোনও প্রকল্পের ঘোষণা বা আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিতে পারে না।
নির্বাচন কমিশনের থেকে সতর্ক করে নোটিস পাঠানোর পর তার জবাবও দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। আদর্শ আচরণবিধির কোনও নিয়ম অসাবধানতাবশন ভঙ্গ করায় তিনি কমিশনের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জবাবি চিঠিতে।
যদিও তাঁর বিরুদ্ধে যে উন্নয়নমূলক প্রকল্পের এবং আর্থিক সহায়তার অভিযোগগুলি আনা হয়েছে, সেগুলিকে পুরোপুরি অস্বীকার করেছেন অসমের মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, আগামী ৩০ অক্টোবর অসমে বিধানসভা উপনির্বাচন রয়েছে। গোসাইগাঁও, তামুলপুর, ভবানীপুর, মারিয়ানি এবং থোওয়ারা। এই পাঁচটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হবে এই আগামী ৩০ অক্টোবর। ৩ নভেম্বর ওই পাঁচ কেন্দ্রের ভোটের ফলাফল ঘোষণা হওয়ার দিন।
আর এরই মধ্যে নির্বাচনী বিধিভঙ্গের জন্য আজ অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে নোটিস পাঠিয়েছে নির্বাচন কমিশন। সেই নোটিস পাওয়ার পর নিঃশর্ত ক্ষমাও চেয়েছেন অসমের মুখ্যমন্ত্রী। তবে ওই অভিযোগ অস্বীকার করেছেন হেমন্ত বিশ্ব শর্মা।
আরও পড়ুন : Krishna Kalyani: আরও এক বিধায়কের ফুল বদল, তৃণমূলে ফিরলেন কৃষ্ণ কল্যাণী