Electric Scooter Explodes: বাড়িতে চার্জ দিতে গিয়ে ইলেকট্রিক স্কুটারে বিস্ফোরণ, মুহূর্তে পুড়ে ছাই ৮৫০০০ টাকা

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Mar 13, 2023 | 9:48 PM

Electric Scooter Explodes in Karnataka: ইলেকট্রিক স্কুটার ব্যবহারের প্রবণতা ক্রমে বাড়ছে। তারই মধ্যে কর্নাটকে ঘটে গেল বড় দুর্ঘটনা।

Electric Scooter Explodes: বাড়িতে চার্জ দিতে গিয়ে ইলেকট্রিক স্কুটারে বিস্ফোরণ, মুহূর্তে পুড়ে ছাই ৮৫০০০ টাকা
আগুনে পুড়ে যাওয়ার পর স্কুটারটি

Follow Us

বেঙ্গালুরু: বর্তমানে জ্বালানি তেলের দাম এবং দূষণ যেভাবে পাল্লা দিয়ে বাড়ছে, তাতে অনেকেই ইলেকট্রিক স্কুটার বা অন্য ইলেকট্রিক যান ব্যবহারের দিকে ঝুঁকছেন। ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি বাড়িতেই চার্জ দেওয়া যায়। ইলেকট্রিক স্কুটারের মালিকরা অনেকেই চার্জ দেওয়ার জন্য বাড়ির ভিতরে নিয়ে আসেন ইলেকট্রিক স্কুটার। মাস ছয়েক আগে একটি ইলেকট্রিক স্কুটার কিনেছিলেন কর্নাটকের মান্ড্য জেলার বাসিন্দা মুথুরাজ। প্রতিদিনের মতো সোমবার সকালেও স্কুটারটি বাড়ির ভিতরে এনে স্কুটারটি চার্জ দিচ্ছিলেন তিনি। আর সেই সময়ই ঘটল দুর্ঘটনা। প্রচণ্ড শব্দে বিস্ফোরণ, আর তারপরই আগুন ধরে গেল স্কুটারটিতে। সেই সময় এক শিশু-সহ মুথুরাজদের বাড়িতে ৫ ব্যক্তি ছিলেন। অল্পের জন্য রক্ষা পেয়েছেন তাঁরা। কি ঠিক ঘটল?

মান্ড্য জেলার একটি স্কুটারের শোরুম থেকে প্রায় ছয় মাস আগে ৮৫,০০০ টাকা দিয়ে রুট ইলেক্ট্রিক নামে এক সংস্থার ই-স্কুটারটি কিনেছিলেন। সোমবার সকাল সাড়ে আটটার দিকে চার্জ করার জন্য বাড়ির ভিতরে নিয়ে এসেছিলেন। চার্জ দেওয়া শুরুর কয়েক মিনিটের মধ্যেই স্কুটারের ব্যাটারিটিতে বিস্ফোরণ ঘটে এবং স্কুটারটিতে আগুন ধরে যায়। সৌভাগ্যবশত, দুর্ঘটনার সময় সবাই স্কুটারটি থেকে দূরে ছিল। অল্পের জন্য রক্ষা পেয়েছেন তাঁরা। তবে বিস্ফোরণের অভিঘাতে টিভি, ফ্রিজ, খাবার টেবিল, মোবাইল ফোন-সহ ঘরের বেশ কিছু জিনিস পুড়ে গিয়েছে। মুথুরাজ বলেছেন, “দুর্ঘটনার সময়, আমার পরিবারের সকলে ঘরে ছিল। স্কুটারটির কাছে একটি শিশু ছিল। তবে তারও কিছু হয়নি। আগুন লাগার পর, সেই আগুন আমরা নিয়ন্ত্রণ করতে পারিনি। দু-তিনটি মোবাইল ফোনের ক্ষতি হয়েছে। ফ্রিজ, টিভি, খাবার টেবিল, চশমা, জানলার কাচ ভেঙে গিয়েছে।”

ই-স্কুটারের ব্যাটারিতে আগুন লাগার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে, গত অক্টোবরে মহারাষ্ট্রের পালঘর জেলার ভাসাই এলাকায় এক বাড়িতে একটি ই-স্কুটার চার্জ করার সময় বিস্ফোরণ ঘটেছিল। ওই ঘটনায় এক শাব্বির আনসারি নামে ৭ বছরের একটি শিশুর মৃত্যু হয়েছিল। রিপোর্ট অনুযায়ী, শাব্বির এবং তাঁর দিদা বাড়ির হলে ঘুমিয়ে ছিল। ওই ঘরেই শাব্বিরের বাবা তাঁর ইলেকট্রিক স্কুটার চার্জ দিচ্ছিলেন। আচমকা স্কুটারটির ব্যাটারিতে বিস্ফোরণ ঘটে। শাব্বিরের দিদা সামান্য আঘাত পেয়েছিলেন। কিন্তু শাব্বিরের দেহ ৭০ শতাংশের বেশি পুড়ে গিয়েছিল। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়।

Next Article