চেন্নাই: ওয়াইফাই সারাইয়ের জন্য মিস্ত্রি ডাকা হয়েছিল, সেই ঘটাল ভয়ঙ্কর কাণ্ড। ছাত্রীর সঙ্গেই কুকীর্তি মিস্ত্রির। সুযোগ পেয়েই ছাত্রীকে যৌনাঙ্গ দেখাল ওই মিস্ত্রি। কুৎসিত অঙ্গভঙ্গিও করল। ঘটনাটি সামনে আসতেই শোরগোল পড়ে যায়। প্রতিবাদে নামে ছাত্রীরা।
ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর তিরুচিরাপল্লীতে। ন্যাশনাল ইন্সটিটিউট অন টেকনোলজির হস্টেলেই এক ছাত্রীকে যৌন হেনস্থা করে এক ছাত্রী। জানা গিয়েছে, ছাত্রীদের হস্টেলে ওয়াই-ফাইয়ের সমস্যা হচ্ছিল। সারাই করতেই বাইরে থেকে একজন মিস্ত্রিকে ডাকা হয়েছিল।
অভিযোগ, এক ছাত্রীর ঘরে কাজ করার সময়ই ওই কর্মী তাঁর যৌনাঙ্গ বের করে দেখায় এবং কুৎসিত অঙ্গভঙ্গি করে। একা পেয়ে ওই ছাত্রীর সঙ্গে অভব্য আচরণও করে। এরপরই পালিয়ে যায় অভিযুক্ত।
যুবতী প্রথমে হস্টেলের ওয়ার্ডেনের কাছে অভিযোগ জানাতে গেলে, তিনি বিষয়টিকে গুরুত্বই দেননি। বরং অবমাননাকর মন্তব্য করেন। এরপরই প্রতিবাদে সরব হয় ছাত্রীরা। তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। অভিযোগ জানানো হয় পুলিশে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। প্রতিষ্ঠানের তরফে অভ্যন্তরীণ কমিটি গঠন করে তদন্ত করা হচ্ছে। সরিয়ে দেওয়া হয়েছে হস্টেল ওয়ার্ডেনকেও।
এই বিষয়ে ত্রিচির জেলাশাসক প্রদীপ কুমার বলেন, “অবশ্যই নিরাপত্তায় খামতি ছিল। হস্টেলের কর্মী ছাড়া কোনও পুরুষ কর্মীরা কোনও ছাত্রীর ঘরে ঢুকতে পারে না। প্রতিষ্ঠান এই বিষয়ে ব্যবস্থা নেবে বলেই জানিয়েছে।”
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)