নয়া দিল্লি: যুদ্ধ বিধ্বস্ত সুদানের রাজধানী খার্তুমের পরিস্থিতি এখনও তীব্র উত্তেজনাপূর্ণ। এই অবস্থায়, সেই দেশে আটকে পড়া ভারতীয়দের, খার্তুমের ভারতীয় দূতাবাসে না যাওয়ার পরামর্শ দিল বিদেশ মন্ত্রক। কারণ ভারতীয় দূতাবাস অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত খারাপ। আগুন জ্বলছে দূতাবাস এলাকায়। আটকে থাকা ভারতীয়দের সঙ্গে বিভিন্ন চ্যানেলে যোগাযোগ রাখছে ভারত সরকার। তাঁদের দেশে ফেরানোটা সেখানকার পরিস্থিতির উপরই নির্ভর করছে বলে জানিয়েছেন, বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি। বৃহস্পতিবার (২০ এপ্রিল), এক সাংবাদিক সম্মেলন করে তিনি জানান, ‘আমরা সুদানের পরিস্থিতির উপর নজর রাখছি। এখনও সেখানে তীব্র উত্তেজনা রয়েছে।’ সুদানে গত কয়েকদিন ধরে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর গৃহযুদ্ধ। সুদানের সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহানের নেতৃত্বে সুদানের সেনাবাহিনী এবং উপ-সেনাপ্রধানের অনুগত র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ বাহিনীর মধ্যে তীব্র লড়াই চলছে। গত শনিবার থেকে এখনও পর্যন্ত অন্তত ৩০০ জনের মৃত্যু হয়েছে।
অরিন্দম বাগচি জানিয়েছেন, সুদানের খার্তুমে ভারতীয় দূতাবাস খোলা রয়েছে এবং কাজকর্মও চলছে। কিন্তু দূতাবাস ভবনটি খার্তুম বিমানবন্দরের কাছে হওয়ায়, দূতাবাসের কোনও কর্মী এখন আর ওই ভবনে নেই। তিনি বলেন, “আমরা তাঁদের (সুদানে আটকে থাকা ভারতীয়দের) পরামর্শ দিচ্ছি এবং কীভাবে নিরাপদে থাকতে হবে সেই সম্পর্কে জানাচ্ছি। পরিস্থিতি ক্রমে খারাপ হচ্ছে। দূতাবাসে কাজ চলছে, কিন্তু আমরা সেখানকার ভারতীয় নাগরিকদের বলেছি, দূতাবাসে সেখানে ব্যক্তিগতভাবে যাওয়ার দরকার নেই। কারণ, ওই অঞ্চলে প্রচুর লড়াই চলছে। আপাতত দূতাবাস ভবনের ভিতরে কেউ নেই। যাঁরা দূতাবাসে কাজ করেন, তাঁরা শহরের অন্যত্র বাড়ি নিয়ে থাকছেন। ভারতীয়দের দেশে ফেরানোর জন্য, আমরা প্রস্তুত আছি। সেখানে আমাদের যে দল আছে, আমরা তাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি। কতক্ষণ সেখানে যুদ্ধবিরতি থাকবে এবং তাদের সরিয়ে নিয়ে যাওয়ার মতো কোনও নিরাপদ স্থান পাওয়া যাচ্ছে কি না, এর উপর নির্ভর করছে তাদের দেশে ফেরানোর বিষয়টি।”
অরিন্দম বাগচি আরও জানিয়েছেন, বর্তমানে নিউইয়র্কে আছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানে রাষ্ট্রপুঞ্জেপ সেক্রেটারি জেনারেল সঙ্গে সুদানের সংকট নিয়ে আলোচনা করবেন বিদেশমন্ত্রী। অরিন্দম বাগচি আরও জানিয়েছেন, সুদানে মোট কতজন ভারতীয় রয়েছে, সেই তথ্য বিদেশ মন্ত্রকের কাছে রয়েছে। কিন্তু, ঠিক কতজন আটকে আছেন এবং তাঁরা কোথায় আছেন, তা জানাতে চাননি বিদেশ মন্ত্রকের মুখপাত্র। নিরাপত্তা নিয়ে আশঙ্কার কারণেই তাঁরা এই তথ্য গোপন রেখেছেন। তিনি আরও জানিয়েছেন, সোশ্যাল মিডিয়া পোস্ট দেখেও বেশ কয়েকজন ভারতীয় নাগরিকের সঙ্গে যোগাযোগ করেছে বিদেশ মন্ত্রক। এর আগে, যে কোনও বিপর্যয়ের ক্ষেত্রেই দেখা গিয়েছে, সংশ্লিষ্ট দেশ থেকে ভারতীয়দের দেশে ফেরানোর জন্য সর্বোত্তম চেষ্টা করেছে মোদী সরকার। আফগানিস্তানে তালিবান শক্তির পুনরুত্থানে উদ্ধূত সংকট, কোভিড মহামারি, ইউক্রেনে রুশ আক্রমণ – সমস্ত ক্ষেত্রেই ভারতীয় নাগরিকদের দেশে ফেরাতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। সুদানের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না বলেই আশা করা হচ্ছে।