নয়া দিল্লি: ব্যবসার হাল ভাল ভারতে। আর সে কারণেই এ দেশে বিনিয়োগের পরিমাণ ভারতে চলেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপেল (Apple)। বাড়তে চলেছে রফতানির পরিমাণও (Apple investment in India)। চিনের পর ভারতেই বর্তমানে আইফোনের সবথেকে বড় ম্যানুফ্যাকচারিং হাব রয়েছে। সূত্রের খবর, বর্তমানে চিনের উপর নির্ভরশীলতা কমাতে চাইছে বিশ্বের এই বিখ্যাত টেক জায়ান্ট। উল্টে ভারতে আইপ্যাড ও এয়ারপডের তৈরির মাত্রা বাড়াতে চাইছে এই সংস্থা। প্রসঙ্গত, ইতিমধ্যেই মুম্বইয়ের পর দিল্লিতে খুলেছে অ্যাপেলের দ্বিতীয় স্টোর। নয়া এই স্টোরের নাম অ্যাপেল সাকেত। যা নিয়েও বাড়ছে উন্মাদনা।
বুধবার দেশে এসেছেন অ্যাপেলের চিফ এক্সিকিউটিভ টিম কুক। ছিলেন দিল্লিতে। তাঁর হাত ধরেই অ্যাপেল সাকেতের উদ্বোধন হয়। শুধুমাত্র টিম কুককে দেখতে ভিড় করেন বহু মানুষ। নয়া স্টোরের উদ্বোধনের পর তিনি দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। মোদী সাক্ষাতের সময়েও আগামীদিনে ভারতে আরও বেশি বিনিয়োগের প্রতিশ্রুতিও দেন।
ইন্ডিয়া সেলুলার অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যাসোসিয়েশনের তথ্য বলছে, ২০২২ সালের এপ্রিল থেকে গত ফেব্রুয়ারি পর্যন্ত যত আইফোন বাজারে এসেছে তার মধ্যে অর্ধেকের বেশি ভারত থেকে রফতানি হয়েছে। আগামীতে ভারত-অ্যাপেল সম্পর্ক আরও দৃঢ় হবে বলে মনে করছেন ভারতের তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর। তিনি বলেন, “আগামীতে ভারত-অ্যাপেল সম্পর্ক আরও দৃঢ় হবে। আমি এ বিষয়ে আত্মবিশ্বাসী। এখানে অ্যাপেলের ব্যাণিজ্যিক উন্নতি, বিনিয়োগ, রফতানি ও চাকরির আরও বাড়তে পারে। আগামীদিনে তা দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত হতে পারে।”