নয়া দিল্লি: দিল্লির আবগারি মামলায় (Delhi Excise Policy Scam) নতুন মোড়। এবার গ্রেফতার করা হল হায়দরাবাদের ওষুধ প্রস্তুতকারক সংস্থার ডিরেক্টরকে। বুধবারই ইডি (Enforcement Directorate) দিল্লির বাতিল হওয়া আবগারি নীতিতে আর্থিক তছরুপের অভিযোগে গ্রেফতার করা হয় অরবিন্দ ফার্মার ডিরেক্টর শরথ রেড্ডিকে। আবগারি দুর্নীতিতে বিনয় বাবু নামক আরও এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। দুইজনকেই আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে ইডি সূত্রে।
ইডি সূত্রে জানা গিয়েছে, দিল্লির বিতর্কিত আবগারি আইন ও সেই সংক্রান্ত আর্থিক তছরুপ মামলায় হায়দরাবাদের ওই ওষুধ প্রস্তুতকারক সংস্থার ডিরেক্টরের বাড়িতে সম্প্রতিই তল্লাশি অভিযান চালানো হয়েছিল। তাঁকে দুইবার জিজ্ঞাসাবাদও করা হয়। এরপরই গতকাল ইডি শরথ রেড্ডি ও বিনয় বাবু নামক দুই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের দিল্লির আবগারি আইন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার নাম জড়িত থাকায়, তিনি আরও বিপাকে পড়তে পারেন বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, দিল্লির আবগারি মামলায় নাম জড়িয়েছে উপমুখ্য়মন্ত্রী মণীশ সিসোদিয়ার। গত অগস্ট মাসে দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের নির্দেশে বেআইনি আর্থিক লেনদেন মামলা দায়ের করে সিবিআই। বেআইনি আর্থিক লেনদেন ও ঘনিষ্ঠ কিছু ব্যবসায়ীকে আর্থিক সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ আনা হয় সিসোদিয়ার বিরুদ্ধে। মামলার তদন্তে মণীশ সিসোদিয়ার বাড়ি সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়। গত সেপ্টেম্বরে ইন্দোস্পিরিট নামক একটি মদ প্রস্তুতকারক সংস্থার ম্যানেজিং ডিরেক্টর সমীর মহান্দ্রুকে গ্রেফতার করা হয়। ১১ জন আবগারি আধিকারিককেও সাসপেন্ড করেন লেফটেন্যান্ট গভর্নর।
এদিকে, দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরীবাল অভিযোগ করেছেন, আবগারি নীতিতে কোনও দুর্নীতি হয়নি। বিরোধীদের কণ্ঠরোধ করতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করছে কেন্দ্রীয় সরকার। লেফটেন্যান্ট গভর্নর তাদের সহায়তা করছে। গুজরাটের আসন্ন বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টিকে বিপাকে ফেলতেই বিজেপি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করছে।