Delhi Excise Policy: ১০০ কোটির ঘুষ, প্রমাণ লোপাট করতে ১৫০ মোবাইল বদল! সিসোদিয়ার বিরুদ্ধে বিস্ফোরক তথ্য ইডির হাতে

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 11, 2022 | 10:35 AM

Enforcement Directorate: ইডির তরফে জানানো হয়েছে, দিল্লির আপ সরকারের আনা আবগারি আইনকে সমর্থন জানানো ও তার থেকে সুবিধাভোগ করার জন্য ১০০ কোটি টাকার ঘুষ দেওয়া হয়েছিল।

Delhi Excise Policy: ১০০ কোটির ঘুষ, প্রমাণ লোপাট করতে ১৫০ মোবাইল বদল! সিসোদিয়ার বিরুদ্ধে বিস্ফোরক তথ্য ইডির হাতে
আবগারি আইন নিয়ে বিপাকে আপ সরকার।

Follow Us

নয়া দিল্লি: দিল্লির বিতর্কিত আবগারি আইন (Delhi Excise Policy) নিয়ে আরও চাঞ্চল্যকর তথ্য আসল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। বৃহস্পতিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) তরফে দাবি করা হল, বাতিল হওয়া আবগারি আইনে সুবিধা পাওয়ার জন্য ১০০ কোটি টাকার ঘুষ দেওয়া হয়েছিল। এই মামলায় জড়িত দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার (Manish Sisodia) বিরুদ্ধেও বিস্ফোরক তথ্য এসেছে ইডির হাতে, এমনটাই জানা গিয়েছে।

ইডির তরফে জানানো হয়েছে, দিল্লির আপ সরকারের আনা আবগারি আইনকে সমর্থন জানানো ও তার থেকে সুবিধাভোগ করার জন্য ১০০ কোটি টাকার ঘুষ দেওয়া হয়েছিল। প্রায় ৩৬ জন ভিআইপি, যার মধ্যে মণীশ সিসোদিয়াও রয়েছেন, তারা প্রায় ১৪০ টি মোবাইল ফোন বদল করেছিলেন ডিজিটাল প্রমাণ নষ্ট করার জন্য।

গত বৃহস্পতিবারই ইডি দিল্লির প্রত্য়াহার করা আবগারি আইন ও সেই সংক্রান্ত আর্থিক তছরুপ মামলায় হায়দরাবাদের একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থার ডিরেক্টর  শরথ রেড্ডি ও একটি মদ প্রস্তুতকারক সংস্থার জেনারেল ম্যানেজার বিনয় বাবুকে গ্রেফতার করা হয়। তাদের আদালতে পেশ করে ইডি। সেখানেই জানানো হয়, ধৃত শরথ রেড্ডি বিভিন্ন রাজনৈতিক নেতা ও বিভিন্ন আধিকারিকদের প্রায় ১০০ কোটি টাকা ঘুষ দিয়েছিলেন। দিল্লির এই বিতর্কিত আবগারি আইনের খসড়া যখন তৈরি করা হয়েছিল, তখন সরকারি আধিকারিকদের সঙ্গে তারাও উপস্থিত ছিলেন। দুর্নীতির জাল কীভাবে ও কোথায় ছড়িয়ে পড়েছিল, তাতেও সক্রিয় ভূমিকা ছিল এই দুইজনের। যদিও জিজ্ঞাসাবাদে দুইজনই আবগারি নীতি সংক্রান্ত যাবতীয় প্রশ্ন এড়িয়ে গিয়েছেন বলেই জানিয়েছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ইতিমধ্যেই আবগারি নীতির একটি খসড়া নথিও বাজেয়াপ্ত করা হয়েছে এক আধিকারিকের কাছ থেকে।  মদের ব্যবসায় ২০০ কোটির বিনিয়োগের প্রমাণও মিলেছে।

এদিকে, ইডির দাবি অস্বীকার করেছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। তাঁর দাবি, তিনি কোনও অপরাধ করেননি। তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এর আগে ইডি একাধিকবার তাঁর বাড়ি, ব্য়াঙ্ক সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালালেও কোনও প্রমাণ মেলেনি।

দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরীবালও মণীশ সিসোদিয়াকে সমর্থন জানিয়ে বলেন, “কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট করে। তাদের নির্দেশ দেওয়া হয়েছে, আগামী মাসে গুজরাট বিধানসভা নির্বাচনের আগে আম আদমি পার্টির নেতাদের যেন নিশানা করা হয়।”

Next Article