Russia-Ukraine Conflict: ইউক্রেন থেকে ফেরা ডাক্তারি পড়ুয়াদের কোর্স শেষ করার সুযোগ দেবে রাশিয়া

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 11, 2022 | 9:36 AM

Russia-Ukraine Conflict: রাশিয়ার কনসুল জেনারেল বলেন, "বর্তমানে পড়ুয়ারা রাশিয়ায় আসছেন পড়াশোনার জন্য। ক্রমশ এই ধারা বৃদ্ধি পাচ্ছে। বহু পড়ুয়ারাই রাশিয়ায় স্কলারশিপের জন্য আবেদন করছেন।" 

Russia-Ukraine Conflict: ইউক্রেন থেকে ফেরা ডাক্তারি পড়ুয়াদের কোর্স শেষ করার সুযোগ দেবে রাশিয়া
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু-খাগড়ার প্রাণ যায়! কার্যত এই অবস্থাই হয়েছিল ইউক্রেনে (Ukraine) ডাক্তারি পড়তে যাওয়া ভারতীয় পড়ুয়াদের। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার কারণেই মাঝপথে পড়াশোনা ছেড়ে দেশে ফিরে আসতে হয়েছিল ভারতীয় পড়ুয়াদের। দেশে ফেরার সেই যাত্রাটাও খুব সহজ ছিল না। রুশ গোলা-বারুদ থেকে প্রাণ বাঁচিয়ে জার্মানি, বেলারুশ, হাঙ্গেরির সীমান্ত থেকে ভারতের পাঠানো উদ্ধারকারী বিমানে দেশে ফিরেছিলেন পড়ুয়ারা। কিন্তু দেশে ফিরেও ভবিষ্যৎ অনিশ্চিতই হয়ে থাকে পড়ুয়াদের। বিদেশ ফেরত পড়ুয়াদের ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলি ভর্তি নিতে অস্বীকার করে। এবার সেই পড়ুয়াদের দিকেই সাহায্যের হাত বাড়িয়ে দিল রাশিয়া (Russia)। ইউক্রেন থেকে মাঝপথে ডাক্তারির পড়াশোনা ছেড়ে আসা পড়ুয়ারা রাশিয়ায় গিয়ে তাদের বাকি থাকা পড়াশোনা শেষ করতে পারবে বলেই জানানো হল।

বৃহস্পতিবার চেন্নাইয়ে রাশিয়ার কনসুল জেনারেল ওলেগ আভডিভ বলেন, “ভারতীয় পড়ুয়া, যারা ইউক্রেনে পড়াশোনা অসম্পূর্ণ রেখেই ফিরে আসতে বাধ্য হয়েছেন, তারা রাশিয়ায় এসে পড়াশোনা সম্পূর্ণ করতে পারবেন। রাশিয়া ও ইউক্রেনের মেডিক্যাল পাঠক্রম প্রায় এক। তাছাড়া পড়ুয়ারা স্থানীয় ভাষাও জানেন, কারণ ইউক্রেনের অধিকাংশ বাসিন্দাই রাশিয়ান ভাষায় কথা বলেন। সমস্ত পড়ুয়াদের রাশিয়ায় স্বাগত।”

চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষদিকে যখন রাশিয়া ইউক্রেনের উপরে হামলা চালায়, তখন ভারতীয় পড়ুয়ারা লেখাপড়া মাঝপথে ছেড়েই দেশে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন। সেই সময় কেন্দ্রীয় সরকারের তরফে পড়ুয়াদের যাবতীয় সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ই বিদেশ ফেরত পড়ুয়াদের ভর্তি নিতে অস্বীকার করে। সম্প্রতি পড়ুয়ারা বিক্ষোভেও নেমেছিল শিক্ষার ব্যবস্থার জন্য।

রাশিয়ার কনসুল জেনারেল বলেন, “বর্তমানে পড়ুয়ারা রাশিয়ায় আসছেন পড়াশোনার জন্য। ক্রমশ এই ধারা বৃদ্ধি পাচ্ছে। বহু পড়ুয়ারাই রাশিয়ায় স্কলারশিপের জন্য আবেদন করছেন।”

উল্লেখ্য, ভারতের মেডিক্যাল পড়া তুলনামূলকভাবে খরচসাপেক্ষ হওয়ায়, বহু পড়ুয়াই রাশিয়া-ইউক্রেনের মতো দেশে পড়তে যান, কারণ সেখানে পড়ার খরচ কিছুটা হলেও কম।

অন্যদিকে, রাশিয়ার তেল সরবরাহ নিয়েও কথা বলেন রাশিয়ার কূটনৈতিক ওলেগ আভডিভ। তিনি জানান, চলতি বছরের শুরু থেকে রাশিয়ার তেল সরবরাহ ব্যাপক হারে বেড়েছে। ইরাক ও সৌদি আরবকে পিছনে ফেলে রেখে রাশিয়া বিশ্বের অন্যতম তেল সরবরাহকারী হয়ে উঠেছে। রাশিয়া থেকে তেল আমদানি নিয়ে বিদেশমন্ত্রী জয়শঙ্করের মন্তব্যের প্রশংসা করেও তিনি বলেন, “ভারত সরকার অত্যন্ত দায়িত্ববান সরকার। ভারতীয় গ্রাহকদের চাহিদার কথাও মাথায় রাখতে হবে।”
Next Article