Rajasthan ED: ইডি নিচ্ছে ঘুষ! কংগ্রেস-শাসিত রাজ্যে হাতে-নাতে গ্রেফতার দুই আধিকারিক

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Nov 02, 2023 | 6:43 PM

Rajasthan ED official caught taking bribe: বৃহস্পতিবার (২ নভেম্বর), রাজস্থানে ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দুই কর্তা। এক চিট ফান্ড সংক্রান্ত মামলায়, অভিযুক্তদের অনৈতিক সুবিধা দেওয়ার বিনিময়ে ১৫ লক্ষ টাকা ঘুষ চেয়েছিলেন তারা, এমনটাই অভিযোগ। রাজস্থান পুলিশের দুর্নীতি বিরোধী ব্যুরো এদিন জানিয়েছে, দুই ইডি অফিসারই টাকা নেওয়ার সময় হাতে নাতে ধরা পড়েছেন।

Rajasthan ED: ইডি নিচ্ছে ঘুষ! কংগ্রেস-শাসিত রাজ্যে হাতে-নাতে গ্রেফতার দুই আধিকারিক
১৫ লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে হাতে-নাতে ধরা পড়লেন দুই ইডি কর্তা
Image Credit source: Twitter

Follow Us

জয়পুর: ‘এনফোর্সমেন্ট ডিরেক্টরেট’, বিরোধী রাজনৈতিক শিবিরের ত্রাস হয়ে উঠেছে এই নাম। গত কয়েক বছরে দেশের বিভিন্ন রাজ্যে, অর্থনৈতিক অপরাধে অভিযুক্ত বিরোধী পক্ষের একের পর এক নেতাকে গ্রেফতার করেছে এই কেন্দ্রীয় সংস্থা। এবার, ঘটল উলট-পুরাণ। বৃহস্পতিবার (২ নভেম্বর), রাজস্থানে ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দুই কর্তা। এক চিট ফান্ড সংক্রান্ত মামলায়, অভিযুক্তদের অনৈতিক সুবিধা দেওয়ার বিনিময়ে ১৫ লক্ষ টাকা ঘুষ চেয়েছিলেন তারা, এমনটাই অভিযোগ। রাজস্থান পুলিশের দুর্নীতি বিরোধী ব্যুরো এদিন জানিয়েছে, দুই ইডি অফিসারই টাকা নেওয়ার সময় হাতে নাতে ধরা পড়েছেন। দুর্নীতি দমন ব্যুরো বলেছে, “দুর্নীতি বিরোধী ব্যুরোর একটি দল, দুই ইডি আধিকারিককে ১৫ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় ধরেছে। ধৃত ইডি আধিকারিকদের প্রাঙ্গনে তল্লাশি চালানো হচ্ছে।”

সূত্রের খবর, চিটফান্ডের মণিপুরের। প্রাথমিকভাবে, এই মামলায় কাউকে গ্রেফতার না করা এবং সম্পত্তি বাজেয়াপ্ত না করার বিনিময়ে, অভিযুক্তদের কাছ থেকে ইডি আধিকারিকরা ১৭ লক্ষ টাকা ঘুষ দাবি করেছিল বলে খবর পেয়েছিল রাজস্থান পুলিশ। পরে, ১৫ লক্ষ টাকায় রাজি হয় তারা। এই খবরের ভিত্তিতে, এদিন রাজস্থানের কোটপুলি-বেহরোর জেলার নীমরানা এলাকায় ফাঁদ পেতেছিল রাজস্থান পুলিশ। সেই ফাঁদেই ধরা দেন নবকিশোর মীনা এবং বাবুলাল মীনা নামে ইডির দুই আধিকারিক। রাজস্থান পুলিশ জানিয়েছে, ওই অফিসারদের গ্রেফতারের পর, তাঁদের বসতবাড়ি, কার্যালয় এবং অন্যান্য কয়েকটি জায়গায় তল্লাশি চালানো হয়। ইডি আধিকারিকদের ঘোষিত আয়ের উৎসের সঙ্গে তাঁদের আসল আয়ের অসামঞ্জস্য ধরা পড়েছে। রাজস্থানের বেশ কয়েকটি জায়গায় অভিযান চালানর পরই এই গ্রেফতার করা হল।


প্রসঙ্গত, দিন তিনেক আগেই, ৩০ অক্টোবর, বৈদেশিক মুদ্রার বিধি লঙ্ঘনের অভিযোগে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ছেলে বৈভব গেহলটকে, টানা নয় ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। ২৫ নভেম্বরই রাজস্থানের বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ। তার ঠিক এক মাস আগে, ইডি-র এই পদক্ষেপকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলেছে গেহলট সরকার। অশোক গেহলট দাবি করেছেন, কেন্দ্রীয় সরকারের ‘অপব্যবহারের’ ফলে, বিশ্বাসযোগ্যতা হারিয়েছে কেন্দ্রীয় সংস্থাগুলি। এই সংস্থাগুলিকে গোটা দেশে সরকার-বিরোধীদের সন্ত্রস্ত করার কাজে লাগানো হচ্ছে। বস্তুত, এদিনই দিল্লির আবগারি দুর্নীতি মামলার তদন্তের স্বার্থে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরীবালকে ডেকে পাঠিয়েছিল ইডি। এদিন অবশ্য শেষ পর্যন্ত হাজিরা দেননি তিনি। আমাদের রাজ্যেও সম্প্রতি প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে সম্প্রতি গ্রেফতার করেছে ইডি।

এদিন রাজস্থান থেকে এই খবর আসার পরই, সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেস লিখেছে, “বিজেপির মিত্র শক্তি ইডি, যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে সততার পোশাক পরে বিরোধী নেতাদের হেনস্থা করে, তাদের আসল রঙ প্রকাশ হল। রাজস্থানে, দুই ইডি আধিকারিক চিট ফান্ডের বিষয়ে একটি মামলা রুজু না করার বিনিময়ে ১৫ লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছেন। আইন রক্ষা করা যাদের দায়িত্ব, সেই প্রতিষ্ঠানগুলিই তা লঙ্ঘন করছে!”

Next Article