নয়া দিল্লি: মন্ত্রীর বাড়িতে হাজির ইডি। বৃহস্পতিবার সকালেই দিল্লির সমাজ কল্যাণ মন্ত্রী রাজ কুমার আনন্দের বাড়িতে হানা দেয় ইডি। শুল্ক সংক্রান্ত আর্থিক তছরুপ মামলায় তাঁর বাড়িতে চলছে তল্লাশি। আজই ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের। হাজিরা দিলেই গ্রেফতার হতে পারেন কেজরী, এমনটাই আশঙ্কা আপের। তার আগেই মন্ত্রীর বাড়িতে ইডি তল্লাশি শাসক দল আম আদমি পার্টির অস্বস্তি আরও বাড়াল।
জানা গিয়েছে, মন্ত্রীর বাড়ি সহ দিল্লির মোট ৯ জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুল্ক সংক্রান্ত আর্থিক তছরুপের তদন্তেই এই তল্লাশি চলছে। সূত্রের খবর, হাওয়ালার মাধ্যমে আর্থিক লেনদেনের সঙ্গে যোগ পাওয়া গিয়েছে দিল্লির সমাজ কল্যাণ মন্ত্রীর। তার তদন্তেই নেমেছে ইডি।
এ দিন সকালেই আপ নেতা তথা দিল্লির মন্ত্রী রাজ কুমার আনন্দের সিভিল লাইন্স এলাকার বাড়িতে হানা দেয় ইডি। তদন্তকারী সংস্থার অভিযোগ, মন্ত্রী নিজের ব্যক্তিগত ব্যবসাকে কাজে লাগিয়ে আবগারি দুর্নীতির টাকা হাওয়ালা মাধ্যমে দেশ-বিদেশে ছড়িয়ে দিয়েছেন।
এদিকে, আজই ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের। আবগারি নীতি দুর্নীতি মামলায় তাঁকে তলব করা হয়েছে। ইতিমধ্যেই এই মামলায় জেলে গিয়েছেন কেজরীর ডান হাত তথা দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। মন্ত্রী সঞ্জয় সিংও আবগারি নীতি দুর্নীতিতে জেলে রয়েছেন। আজ হাজিরা দিলে, কেজরীবালকেও গ্রেফতার করা হতে পারে বলে আশঙ্কা করছে আম আদমি পার্টি। তার আগেই দিল্লির মন্ত্রীর বাড়িতে ইডি হানা আরও অস্বস্তি বাড়াল।