Mahua Moitra: মহুয়া মৈত্র সংক্রান্ত এথিক্স কমিটির রিপোর্ট আজ লোকসভায় পেশ হবে না

Jyotirmoy Karmokar | Edited By: Sukla Bhattacharjee

Dec 05, 2023 | 10:20 AM

Parliament Winter session: বিরোধীদের আপত্তি সত্ত্বেও ক্রিমিনাল বিল নিয়ে আলোচনার জন্য ১৫ ঘণ্টা সময় বরাদ্দ করল লোকসভার বিজনেস অ্যাডভাইজারি কমিটি। তবে কবে আলোচনা হবে তা এখনও চূড়ান্ত হয়নি। এদিকে, এদিন দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে রাজ্যসভায়।

Mahua Moitra: মহুয়া মৈত্র সংক্রান্ত এথিক্স কমিটির রিপোর্ট আজ লোকসভায় পেশ হবে না
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
Image Credit source: TV9 Bangla

Follow Us

নয়া দিল্লি: শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের (Mahua Moitra) সাংসদ পদ খারিজ সংক্রান্ত এথিক্স কমিটির রিপোর্ট লোকসভায় পেশ করার কথা ছিল। কিন্তু, শেষ পর্যন্ত সোমবার সেই রিপোর্ট পেশ করা হয়নি। আজ, মঙ্গলবার অধিবেশনের দ্বিতীয় দিনেও সেই রিপোর্ট পেশ হবে না বলে সূত্রের খবর। স্বাভাবিকভাবেই আপাত স্বস্তিতে কৃষ্ণনগরের সাংসদ।

অন্যদিকে, বিরোধীদের আপত্তি সত্ত্বেও ক্রিমিনাল বিল নিয়ে আলোচনার জন্য ১৫ ঘণ্টা সময় বরাদ্দ করল লোকসভার বিজনেস অ্যাডভাইজারি কমিটি। তবে কবে আলোচনা হবে তা এখনও চূড়ান্ত হয়নি। এদিন জম্মু-কাশ্মীর পুনর্গঠন সংশোধনী বিল, ২০২৩ লোকসভায় পেশ হবে। বিলটি পেশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মূলত, কাশ্মীরি শরণার্থী (যাঁরা পাক-অধিকৃত কাশ্মীর ছেড়ে এসেছিলেন) এবং তফশিলি জাতিদের রাজনীতিতে অংশগ্রহণের অধিকার দেওয়ার লক্ষ্যেই এই বিলটি আনা হচ্ছে। তাঁদের অর্থনৈতিক ও সামাজিক দিক থেকে উন্নীত করাই লক্ষ বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে। এদিকে, এদিন দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে রাজ্যসভায়।

প্রসঙ্গত, সোমবার, শীতকালীন অধিবেশনের প্রথম দিনই পোস্ট অফিস সংক্রান্ত বিলটি রাজ্যসভায় পাশ করিয়েছে কেন্দ্র। এছাড়া অ্যাডভোকেট সংশোধনী বিলটিও লোকসভায় পাশ হয়েছে। পাশাপাশি বাংলার মিড ডে মিলে আর্থিক তছরুপের অভিযোগে সরব হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আবার কেন্দ্র পশ্চিমবঙ্গকে অর্থনৈতিকভাবে অবরুদ্ধ করতে চাইছে বলে লোকসভায় অভিযোগ তোলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সবমিলিয়ে, প্রথম থেকেই সরগরম হয়ে উঠেছে সংসদ।

Next Article