Cyclone Michaung: আজ দুপুরেই স্থলভাগে আছড়ে পড়তে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মিগজাউম’, প্রভাব পড়ছে বাংলাতে

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Dec 05, 2023 | 9:25 AM

Cyclone Michaung: এদিন সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশও মেঘলা। সমুদ্র-উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। কোথাও-কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাতও হয়। এটা ঘূর্ণিঝড় মিগজাউমের জের এবং সমুদ্র উপকূলবর্তী এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসও রয়েছে।

Cyclone Michaung: আজ দুপুরেই স্থলভাগে আছড়ে পড়তে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় মিগজাউম, প্রভাব পড়ছে বাংলাতে
আজই স্থলভাগে আছড়ে পড়বে মিগজাউম।
Image Credit source: ANI

Follow Us

চেন্নাই: ল্যান্ডফলের অনেক আগে থেকেই তাণ্ডব দেখাতে শুরু করেছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ (Michaung)। আজ, মঙ্গলবার দুপুরেই স্থলভাগে আছড়ে পড়তে পারে মিগজাউম। অন্ধ্রপ্রদেশের নেল্লোর এবং মাচিলিপটনমের মাঝে এটি আছড়ে পড়তে পারে বলে মৌসম ভবনের পূর্বাভাস। তবে অন্ধ্র উপকূলে মিগজাউম আছড়ে পড়লেও তার প্রভাব পড়তে শুরু করেছে বাংলাতেও।

মৌসম ভবন সূত্রে খবর, এদিন দুপুর আড়াইটে নাগাদ নেল্লোর এবং মাচিলিপটনমের মাঝে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় মিগজাউম। সকাল থেকেই এটি ধীরে-ধীরে উত্তরের দিকে সরে উপকূলের আরও কাছে যেতে শুরু করেছে। যার প্রভাবে সকাল থেকে চেন্নাই ও তামিলনাড়ু উপকূলে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে এবং তার সঙ্গে চলছে মুষলধারে বৃষ্টিপাত। অন্যদিকে, এদিন সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশও মেঘলা। সমুদ্র-উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। কোথাও-কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাতও হয়। এটা ঘূর্ণিঝড় মিগজাউমের জের এবং সমুদ্র উপকূলবর্তী এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসও রয়েছে। রাজ্যে ঝড়ের সতর্কতা নেই ঠিকই, তবে আজ, কাল, পরশু, তিন দিনই বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে।

এদিকে, মিগজাউমের জেরে টানা বৃষ্টিতে ভাসছে চেন্নাই। ঘর-বাড়ি, রাস্তাঘাট জলমগ্ন হয়ে গিয়েছে কমপক্ষে ৭ জনের মৃত্যুও হয়েছে। তবে পরিস্থিতি মোকাবিলায় দুর্যোগ-প্রবণ এলাকাগুলিতে বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে। চেন্নাই-বেঙ্গালুরুর একাধিক বিমানও ঘুরিয়ে দেওয়া হয়েছে। এদিন তামিলনাড়ুর সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। দুই রাজ্যের উপকূলবর্তী এলাকায় সতর্রকতা জারি করা হয়েছে। অন্ধ্রের মুখ্যমন্ত্রী ওয়াই. এস জগন্মোহন রেড্ডি যে কোনও পরিস্থিতি মোকাবিলার জন্য প্রশাসনিক আধিকারিদের নির্দেশ দিয়েছেন। মূলত, অন্ধ্রের ৮ জেলায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। নীচু এলাকার অধিকংশ বাসিন্দাদের অন্যত্র সরানো হয়েছে। সবমিলিয়ে, মিগজাউমের পরিস্থিতর উপর সর্বক্ষণ নজরল রাখছে প্রশাসন ও আবহবিদরা।

Next Article