Mohua Moitra-Nishikant Dubey: টাকা নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ, মহুয়া মৈত্রের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য তলব বিজেপি সাংসদকে

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 19, 2023 | 10:24 AM

Parliament Ethics Committee: মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের দাবি জানান তিনি। সংসদের এথিক্স কমিটিতে পৌঁছেছে বিষয়টি। এবার তৃণমূল সাংসদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ গ্রহণের জন্য় নিশিকান্ত দুবেকে তলব করা হল।

Mohua Moitra-Nishikant Dubey: টাকা নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ, মহুয়া মৈত্রের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য তলব বিজেপি সাংসদকে
ফাইল চিত্র
Image Credit source: TV9 Bangla

Follow Us

নয়া দিল্লি: তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের (Mohua Moitra) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে(Nishikant Dubey)। তিনি দাবি করেছিলেন, টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করেন তৃণমূল সাংসদ। মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের দাবি জানান তিনি। সংসদের এথিক্স কমিটিতে পৌঁছেছে বিষয়টি। এবার তৃণমূল সাংসদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ গ্রহণের জন্য় নিশিকান্ত দুবেকে তলব করা হল। আগামী ২৬ অক্টোবর তাঁকে সশরীরে এথিক্স কমিটির সামনে হাজিরা দিতে বলা হয়েছে। একইসঙ্গে তলব করা হয়েছে আইনজীবী অনন্ত দোহাদরাইকেও।

বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে অভিযোগ এনেছিলেন, দর্শন হীরানন্দানি নামক এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সংসদে প্রশ্ন করেছিলেন আদানি ইস্যুতে। সংসদে মহুয়া মৈত্রের করা ৬০টির মধ্যে ৫০টি প্রশ্নই ওই ব্যবসায়ীর স্বার্থরক্ষায় ছিল বলেই দাবি বিজেপি সাংসদের। টাকার বিনিময়ে মোদী সরকার ও আদানি গোষ্ঠীকে নিশানা করেই সংসদে আক্রমণ করেন মহুয়া, এই দাবিও করেন নিশিকান্ত। লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের দাবি জানিয়ে চিঠিও লেখেন।

নিশিকান্ত দুবের অভিযোগ পাঠানো হয় সংসদের এথিক্স কমিটিতে। এবার কমিটির তরফে সাক্ষ্য গ্রহণের জন্য নিশিকান্ত দুবে ও আইনজীবী অনন্ত দোহাদরাইকে সশরীরে হাজির দেওয়ার জন্য তলব করা হয়েছে। আগামী ২৬ অক্টোবর তাঁদের হাজিরা দিতে হবে।

এদিকে, মহুয়া মৈত্র যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, যেকোনও তদন্তের জন্য প্রস্তুত।

Next Article