Sinking Joshimath: ডুবন্ত জোশীমঠ থেকে সরানো হচ্ছে বাসিন্দাদের, বন্ধ সব নির্মাণকাজ, কাল যাচ্ছেন মুখ্যমন্ত্রী

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Jan 06, 2023 | 6:09 PM

Evacuation begins in Joshimath: অবশেষে ডুবন্ত জোশীমঠ থেকে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া শুরু হল। ভূমিধসের কারণে এই এলাকার অন্তত ৫৬১টি বাড়িতে ফাটল ধরেছে।

Sinking Joshimath: ডুবন্ত জোশীমঠ থেকে সরানো হচ্ছে বাসিন্দাদের, বন্ধ সব নির্মাণকাজ, কাল যাচ্ছেন মুখ্যমন্ত্রী
বিরাট ফাটল জোশীমঠের রাস্তায়

Follow Us

নয়া দিল্লি: অবশেষে ডুবন্ত জোশীমঠ থেকে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া শুরু হল। ভূমিধসের কারণে এই এলাকার অন্তত ৫৬১টি বাড়িতে ফাটল ধরেছে। বৃহস্পতিবার থেকে, যাদের বাড়িতে ফাটল ধরেছে, তাদের আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিয়ে আসার কাজ শুরু করেছে জেলা প্রশাসন। গত ২৪ ঘণ্টায় নয়টি পরিবারকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত মোট ৪৭টি পরিবারকে জোশীমঠের বাসভবন থেকে নিরাপদ এলাকায় নিয়ে আসা হয়েছে। এর পাশাপাশি জোশীমঠ এলাকায় যাবতীয় নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। কী কারণে জোশীমঠের মাটি বসে যাচ্ছে, তা জানার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষজ্ঞদের একটি দল গঠন করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, জোশীমঠে এনটিপিসির এক প্রকল্পের কাজ চলছে। সেই প্রকল্পের জন্যই মাটি বসে যাচ্ছে জোশীমঠের। এই নিয়ে প্রতিবাদের মুখে বৃহস্পতিবারই জোশীমঠ এবং এর তার আশপাশের এলাকায় যাবতীয় নির্মাণকাজ নিষিদ্ধ করেছে চামোলি জেলা কর্তৃপক্ষ। এনটিপিসি এবং হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানিকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য ২০০০ টি বাড়ি তৈরি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি বর্ডার রোড অর্গানাইজেশনের হেলাং বাইপাস, তামোলি পুরসভার তপোবন-বিষ্ণুগড় জলবিদ্যুতকেন্দ্র প্রকল্পের কাজও অবিলম্বে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত হোটেলগুলিতে পর্যটকদের থাকা নিষিদ্ধ করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে জোশীমঠ থেকে আউলি যাওয়ার রোপওয়ে পরিষেবাও। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্তাদের নিয়ে বিশেষজ্ঞ দলের সদস্যরা এদিন প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নেন।

এই অবস্থায়, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, জোশীমঠের ভূমিধস এবং স্থানীয় বসতবাড়িতে ফাটল ধরা নিয়ে শুক্রবার সন্ধ্যাতেই দেরাদুনে তিনি একটি উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। বিপর্যয় মোকাবিলা বিভাগ, সেচ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রকের উচ্চ পদস্থ কর্তারা, গারওয়াল মণ্ডলের কমিশনার এবং চামোলি জেলার জেলাশাসক এই বৈঠকে অংশ নেবেন। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, শনিবারই তিনি এলাকা পরিদর্শনে যাবেন।

Next Article
Heart Attack: দোকানে দাঁড়িয়ে বারবার বুকে হাত দিচ্ছিলেন, মাত্র ৪ মিনিটের মধ্যেই সব শেষ, সামনে এল মর্মান্তিক সেই Video
Obscene video: সহকর্মীর স্ত্রীর অশালীন ভিডিয়ো ছড়িয়েছেন হোয়াটসঅ্যাপে, সাসপেন্ড পুলিশকর্মী