উত্তরপ্রদেশে জঙ্গলরাজ চলছে, যোগীকে চিঠি প্রাক্তন আমলাদের

TV9 Bangla Digital | Edited By: arunava roy

Jul 12, 2021 | 11:11 PM

যোগী আদিত্যনাথের শাসনকালে রাজ্যে জঙ্গলরাজ চলছে। পুলিশ (Police) নির্বিচারে সাধারণ মানুষকে মারছে। উত্তরপ্রদেশের সামগ্রিক পরিস্থিতি দেশের সংবিধান থেকে অনেকটা দূরে সরে গিয়েছে বলেই মনে করেন তারা।

উত্তরপ্রদেশে জঙ্গলরাজ চলছে, যোগীকে চিঠি প্রাক্তন আমলাদের
ফাইল চিত্র

Follow Us

লখনউ: যোগীর শাসন ব্যবস্থায় অখুশি হয়ে তাকে চিঠি লিখলেন ৭৪ জন প্রাক্তন আমলা ও পুলিশ কর্তারা। রাজ্যে আইন শৃঙ্খলা একেবারেই ভেঙে পড়েছে বলে উদ্বেগে রয়েছেন তারা। সেই চিঠিতে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ২০০ জন বিশিষ্ট নাগরিকের সমর্থন রয়েছে। এমন চিঠি পেয়ে বিপাকে যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) সরকার।

চিঠিতে বলা হয়েছে, যোগী আদিত্যনাথের শাসনকালে রাজ্যে জঙ্গলরাজ চলছে। পুলিশ নির্বিচারে সাধারণ মানুষকে মারছে। উত্তরপ্রদেশের সামগ্রিক পরিস্থিতি দেশের সংবিধান থেকে অনেকটা দূরে সরে গিয়েছে বলেই মনে করেন তারা। পুলিশের গুলিতে মারা গিয়েছে ২২ জন। বিপ্লবীদের বিরুদ্ধে মামলা হচ্ছে। রাজ্যে করোনা মোকাবেলাতেও ব্যর্থ যোগী সরকার।

রাজ্যে সংখ্যালঘুদের ওপর অত্যাচার বেড়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, হাথরস কাণ্ডের কথা। সাংবাদিক সিদ্দিক কাপ্পানকে জেলবন্দি করা নিয়েও নিশানা করা হয়েছে যোগী সরকারকে। সকলের উদ্বেগ, ধর্মীয় মেরুকরণ আগামী দিনে সাম্প্রদায়িক হানাহানি আনতে পারে।

সামনেই উত্তরপ্রদেশে নির্বাচন। এমন সময় এত জনের পক্ষ থেকে এই কড়া চিঠি সরকারের ভাবমূর্তি নষ্ট করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই চিঠির বিষয়ে এখনও মুখ খোলেননি। আরও পড়ুন: মন্দিরের ৫ কিলোমিটারের মধ্যে গরুর মাংস বিক্রি করা যাবে না, বিল আনছে অসম সরকার

Next Article