মন্দিরের ৫ কিলোমিটারের মধ্যে গরুর মাংস বিক্রি করা যাবে না, বিল আনছে অসম সরকার

বিলের বিরুদ্ধে গর্জে উঠেছেন সংখ্যালঘু জননেতারা। এই নিয়ে বিধানসভায় (Assembly) ব্যাপক বিরোধিতা হয়েছে।

মন্দিরের ৫ কিলোমিটারের মধ্যে গরুর মাংস বিক্রি করা যাবে না, বিল আনছে অসম সরকার
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jul 12, 2021 | 9:51 PM

গুয়াহাটি: অসমে গরু সংরক্ষণ নিয়ে বিল আনতে চলেছে হিমন্ত বিশ্ব শর্মার সরকার। বিশেষ করে অসম (Assam) থেকে বাংলাদেশে (Bangladesh) গরু পাচার ইদানীং বেড়ে গিয়েছে। এই কারণেই কড়াকড়ি হচ্ছে গো সংরক্ষণে। জানা গিয়েছে, বাইরে থেকে যাতে অসমে গরু না আসে সেই ব্যাপারেও আগামী দিনে নিয়ম জারি হতে চলেছে।

পশু হত্যা বিরোধী আইন (Prevention of cruelty to animals Act 1960) আইনকে এবার গুরুত্ব দেওয়া হবে। আর এতেই কমবে গরু পাচার। তবে কৃষিকাজের জন্য গরু ব্যবহারে কোনও রকম নিষেধাজ্ঞা নেই। এ ক্ষেত্রে অনুমতি নিতে হবে না। নির্দিষ্ট বাজারের বাইরে গরু কেনাবেচায় কড়াকড়ি হতে চলেছে।

ইতিমধ্যেই এই নিয়ম জারি নিয়ে নানা প্রতিবাদ শুরু হয়েছে অসম সরকারের বিরুদ্ধে। বহু মানুষের দাবি, হঠাৎ এমন আইন জারি হলে তা সাধারণ মানুষের ওপর প্রভাব ফেলবে। বিলে বলা হয়েছে, কোনও মন্দিরের ৫ কিলোমিটারের মধ্যে গরুর মাংস বিক্রি করা যাবে না।

নিয়ম ভাঙলে কড়া শাস্তি হবে বলে জানা গিয়েছে। ৮ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি হতে পারে ৩ থেকে ৮ বছর পর্যন্ত কারাবাস। বিলের বিরুদ্ধে গর্জে উঠেছেন সংখ্যালঘু জননেতারা। এই নিয়ে বিধানসভায় ব্যাপক বিরোধিতা হয়েছে। অনেকে মনে করছে, এতে সাম্প্রদায়িক গণ্ডগোল বাধার সম্ভাবনা থাকছে। আরও পড়ুন: করোনার তৃতীয় ঢেউ আসছে, সতর্ক করল IMA