Buddhadeb Bhattacharjee: পদ্মভূষণ পাচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য

Jan 25, 2022 | 9:23 PM

Buddhadeb Bhattacharjee: বুদ্ধদেব ভট্টাচার্য ছাড়াও বাংলা থেকে একই সম্মান পাচ্ছেন অভিনেতা ভিক্টর বন্দ্য়োপাধ্যায়।

Buddhadeb Bhattacharjee: পদ্মভূষণ পাচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য
পদ্ম পুরস্কার প্রত্যাখ্যান করেছেন বুদ্ধদেব ভট্টাচার্য, কী বললেন?

Follow Us

নয়া দিল্লি: পদ্ম সম্মান পাচ্ছেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ‘পদ্মভূষণ’ পুরস্কারে ভূষিত করা হচ্ছে তাঁকে। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে পদ্ম পুরস্কারের তালিকা প্রকাশ করল কেন্দ্র। আর তাতে রয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের নাম। শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন রাজনীতি থেকে দূরে থাকলেও, আজও বাংলার রাজনীতিতে সমান প্রাসঙ্গিক তিনি। তাঁকেই এবার ‘পদ্মভূষণ’ সম্মান দিচ্ছে মোদী সরকার।

সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য তাঁকে এই সম্মান দেওয়া হচ্ছে। বুদ্ধদেব ভট্টাচার্য ছাড়াও বাংলা থেকে ‘পদ্মভূষণ’ পাচ্ছেন অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়। শিল্প ক্ষেত্রে অবদানের জন্য তাঁকে এই সম্মান দেওয়া হচ্ছে।

শুধু মুখ্যমন্ত্রীই হিসেবেই নয়, বাংলার রাজনীতিতে তাঁর অবদান অনেক দিনের। জ্যোতি বসু মুখ্যমন্ত্রী থাকাকালীন একাধিক দফতর সামলেছেন তিনি। তথ্য ও সংস্কৃতি দফতর, পুর ও নগরোন্নয়ন দফতর, স্বরাষ্ট্র দফতরের দায়িত্ব সামলেছেন তিনি। পরে রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব সামলেছেন তিনি। ২০০০ সালে মুখ্যমন্ত্রী পদে দায়িত্ব গ্রহণ করেন তিনি। ২০১১-তে তৃণমূল সরকার ক্ষমতায় আসার আগে পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন তিনি।

তবে বুদ্ধবাবুকে এই সম্মান দেওয়া রাজনৈতিক চাল বলেই মনে করছেন বাম নেতারা। এই প্রসঙ্গে বাম নেতা সুজন চক্রবর্তী বলেন, এটা আমার কাছে কোনও বড় খবর নয়। পশ্চিমবঙ্গের স্বচ্ছ রাজনীতিবিদদের নাম করতে গেলে, প্রথমেই থাকবেন বাম নেতারা। তৃণমূল কোনও দিন ধারেকাছেও আসতে পারবে না। কিন্তু তাই বলে বুদ্ধবাবু দিল্লি থেকে কোনও পুরস্কারের প্রত্যাশা করে কাজ করেন না বলেই উল্লেখ করেন সুজন চক্রবর্তী।

তিনি মনে করিয়ে দেন ভারতরত্ন দেওয়ার কথা হতে আর এক বাম নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন, এ সবের কী দরকার। আমি তো মানুষের মধ্যে আছি। ওটা যাঁরা সাজিয়ে রাখে তাঁদের জন্য। সুজন চক্রবর্তী বলেন, দিল্লিবাসী বোঝে না যে বুদ্ধবাবু এ সব পুরস্কারের প্রত্যাশা কোনও দিন করেননি। তাঁর দাবি, মাইলেজ পেতেই কেন্দ্রীয় সরকার এই সম্মান ঘোষণা করেছে। বাম নেতা বলেন, ‘ঠিক যেমন মুখ্যমন্ত্রী মাঝে মধ্যে মাইলেজ পেতে বুদ্ধদেব ভট্টাচার্যের নাম করেন, দিল্লিও সে ভাবে মাইলেজ পেতে চাইছে।’

তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, ‘বাঙালি হিসেবে এই খবরটা শুনে নিশ্চয় ভালো লাগছে।’ তবে সুজন চক্রবর্তীর স্বচ্ছতার দাবি মানতে পারছেন না তিনি। তবে সিপিএমের অত্যাচারের কথা ভুলতে পারছেন না বলে দাবি করেন তৃণমূল নেতা।

আর এক বর্ষীয়ান বাম নেতা বিকাশ ভট্টাচার্য বলেন, ‘যে সরকার প্রতিনিয়ত মানুষের অধিকার লঙ্ঘন করছে, দেশবাসীকে ধর্মের নামে ভাগ করছে, সেই সরকারের দেওয়া কোনও সম্মান বুদ্ধবাবু গ্রহণ করবে না বলেই আমি মনে করি।’ পাশাপাশি, বিকাশ ভট্টাচার্যের দাবি, বুদ্ধবাবুকে সামাজিক ক্ষেত্রে অবদানের কথা বলে সীমিত করার চেষ্টা হয়েছে। তিনি বলেন, রাজনৈতিক ক্ষেত্রে যাঁর এত অবদান তাঁকে শুধু সামাজিক ক্ষেত্রে অবদানের কথা বলা উচিৎ নয়।

উল্লেখ্য, ভারতরত্ন পুরস্কার ঘোষণা হলেও তা প্রত্যাখ্যান করেছিলেন প্রাক্তন মুখ্য়মন্ত্রী জ্যোতি বসু। সূত্রের খবর, সেই পথেই হাঁটতে পারেন বুদ্ধবাবুও। তবে এখনও প্রত্যাখ্যানের কথা ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন: Republic Day Eve: ভারতীয়ত্ব উদযাপনের মুহূর্ত! প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে দেশবাসীকে বার্তা রাষ্ট্রপতির

Next Article