Tamilnadu Police: মহিলা IPS অফিসারকে যৌন হেনস্থা করার অভিযোগে কারাদণ্ড প্রাক্তন DGP-র

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Jun 16, 2023 | 4:33 PM

Tamilnadu: এক মহিলা IPS অফিসার তৎকালীন ডিজি রাজেশ দাসের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ ছিল, তৎকালীন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা খতিয়ে দেখতে পেট্রোলিং ডিউটি দেওয়ার সময়ই ডিজিপি রাজেশ দাস তাঁকে যৌন হেনস্থা করেন।

Tamilnadu Police: মহিলা IPS অফিসারকে যৌন হেনস্থা করার অভিযোগে কারাদণ্ড প্রাক্তন DGP-র
প্রাক্তন ডিজিপি রাজেশ দাস।

Follow Us

চেন্নাই: রক্ষকই ভক্ষক! অধস্তনকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছিল খোদ DGP-র বিরুদ্ধে। বর্তমানে অবশ্য তিনি আর DGP নেই। তিনি এখন সাসপেন্ডেড IPS অফিসার। তবে দু-বছর আগের ওই ঘটনায় কারাদণ্ড হল তামিলনাড়ুর (Tamilnadu) প্রাক্তন ডিজিপি রাজেশ দাসের। শুক্রবার এই রায় দিয়েছে তামিলনাড়ুর ভিল্লুপুরম আদালত। প্রাক্তন IPS অফিসার রাজেশ দাসকে ৩ বছরের কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত।

আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালের ফেব্রুয়ারিতে তামিলনাড়ুর এক মহিলা IPS অফিসার তৎকালীন ডিজি রাজেশ দাসের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ ছিল, তৎকালীন মুখ্যমন্ত্রী কে. পালানিস্বামীর নিরাপত্তা খতিয়ে দেখতে পেট্রোলিং ডিউটি দেওয়ার সময়ই ডিজিপি রাজেশ দাস তাঁকে যৌন হেনস্থা করেন।

ঘটনার পরই রাজেশ দাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই মহিলা IPS অফিসার। তাঁর অভিযোগের ভিত্তিতে তৎকালীন AIADMK সরকার রাজেশ দাসকে তাঁর পদ থেকে সাসপেন্ড করে এবং ঘটনার তদন্তে ৬ সদস্যের একটি কমিটি গঠন করে। তারপর অবশ্য বিষয়টি ‘ঠাণ্ডা ঘরে’ চলে গিয়েছিল। এরপর ২০২১ সালে বিধানসভা নির্বাচনের প্রচারে এই ঘটনাটিকে ইস্যু করেন তৎকালীন বিরোধী নেতা এম.কে স্ট্যালিন। তিনি ক্ষমতায় এলে অভিযুক্ত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে আইনত পদক্ষেপ করারও প্রতিশ্রুতি দেন। অবশেষে প্রতিশ্রুতি রাখলেন তিনি।

৬৮ জনের বয়ানের ভিত্তিতেই যৌন হেনস্থায় অভিযুক্ত প্রাক্তন DGP রাজেশ দাসকে ভিল্লুপুরম আদালত ৩ বছরের কারাদণ্ড দেয় বলে এই মামলার আইনজীবী জানিয়েছেন। যদিও তাঁর রায় পুনর্বিবেচনার জন্য আবেদন জানানোর সুযোগ ছিল এবং তিনি সঙ্গে সঙ্গে আদালতে জামিনের আবেদন জানান। রাজেশ দাসের আবেদন মেনে তাঁর জামিন মঞ্জুর করেছে আদালত এবং রায় পুনর্বিবেচনার আবেদন জানানোর জন্য ৩০ দিন সময় দেওয়া হয়েছে।

Next Article