Manipur Violence: মধ্য় রাতে চারিদিক থেকে পেট্রোল বোমার বৃষ্টি, কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ি জ্বালিয়ে দিল কারা?

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jun 16, 2023 | 5:32 PM

RK Singh's House Burned: নিরাপত্তার দায়িত্বে থাকা একজন গার্ড জানান, বিক্ষোভকারীরা হামলার পূর্ব পরিকল্পনা করে এসেছিলেন। তারা মন্ত্রীর বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়েন।

Manipur Violence: মধ্য় রাতে চারিদিক থেকে পেট্রোল বোমার বৃষ্টি, কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ি জ্বালিয়ে দিল কারা?
পুড়ে ছাই কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ি।

Follow Us

ইম্ফল: মণিপুরে হিংসা (Manipur Violence) অব্যাহত। গত মে মাসের গোড়া থেকে সংরক্ষণ নিয়ে মেতেই (Meitei) ও কুকি (Kuki) জনজাতির মধ্যে যে অশান্তি-সংঘর্ষ শুরু হয়েছিল, তা মাস পার করেও জারি রয়েছে। চলতি সপ্তাহের মঙ্গলবার থেকে নতুন করে অশান্তি শুরু হয়েছে মণিপুরে (Manipur)। রাতারাতি জ্বালিয়ে দেওয়া হয় খামানলোকের ৮টি গ্রাম। সংঘর্ষকারীদের গুলিতে মৃত্যু হয় ৯ জনের, আহত হন ১১ জন। এই ঘটনার পর বৃহস্পতিবার রাতে আগুন লাগিয়ে দেওয়া হল কেন্দ্রীয় মন্ত্রী আরকে রঞ্জন সিং(RK Ranjan Singh)-র বাড়িতে। এই ঘটনার পরই রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের একবার প্রশ্ন উঠেছে। এদিকে, গতকাল রাতে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে ঠিক কী হয়েছিল, তাও সামনে এল।

পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার সময় ইম্ফলের কোংবার বাড়িতে ছিলেন না আরকে রঞ্জন সিং। কার্ফু চলাকালীনই বৃহস্পতিবার মধ্য রাতে প্রায় ১ হাজার বিক্ষুব্ধ জনতা মন্ত্রীর বাড়িতে চড়াও হয়। তাদের হাতে ছিল মশাল। ওই সময় বাড়িতে পাঁচজন নিরাপত্তারক্ষী, নয়জন সিকিউরিটি এসকর্ট ও আটজন অতিরিক্ত গার্ড ছিলেন। নিরাপত্তার দায়িত্বে থাকা একজন গার্ড জানান, বিক্ষোভকারীরা হামলার পূর্ব পরিকল্পনা করে এসেছিল। তারা মন্ত্রীর বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়ে। 

এসকর্ট কম্যান্ডার এল দিনেশ্বর সিং বলেন, “একসঙ্গে এতজন চড়াও হয়েছিল যে আমরা তাদের হামলা চালানো থেকে আটকাতে পারিনি। এবং পরিস্থিতিও সামাল দিতে পারিনি। বাড়ির পিছনের বাই লেন থেকে শুরু করে সদর দরজা, চারদিক থেকে ওরা পেট্রোল বোমা ছুড়ছিল। আমাদের কিছুই করার ছিল না ওই পরিস্থিতিতে।

উল্লেখ্য, এই নিয়ে দ্বিতীয়বার মন্ত্রীর বাড়িতে হামলা চলল। এর আগে গত মে মাসেও চড়াও হয়েছিল বিক্ষুব্ধ জনতা। সেই সময় নিরাপত্তারক্ষীরা শূন্যে গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিল।

প্রসঙ্গত, গত মাসেই কেন্দ্রীয় শিক্ষা ও বিদেশ প্রতিমন্ত্রী আরকে রঞ্জন সিং মণিপুরের পরিস্থিতি স্বাভাবিক করতে মেতেই ও কুকি জনগোষ্ঠীর সঙ্গে বৈঠক করেছিলেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও চিঠি লিখেছিলেন এবং যে সমস্ত স্থানীয় নেতাদের উসকানিতে মণিপুরে অশান্তি ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ করার অনুরোধ জানান।

Next Article