নয়া দিল্লি: প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর হাত ধরে দেশের নতুন সংসদ ভবনের (New Parliament Building) উদ্বোধন হল। আর এর সঙ্গে সঙ্গে ভারতের ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা হল। রবিবার এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী রইলেন দেশের প্রাক্তন নবতিপথ প্রধানমন্ত্রী এইচ.ডি দেবগৌড়াও। জীবদ্দশায় নতুন সংসদ ভবনের উদ্বোধন চাক্ষুষ করা এবং তার ভিতরে আসন গ্রহণ করা তাঁর ‘সৌভাগ্য’ বলে জানিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী (Ex PM HD Deve Gowda)।
এদিন নতুন সংসদ ভবনের ভিতরে বসে সমগ্র উদ্বোধনী অনুষ্ঠান চাক্ষুষ করেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ.ডি দেবগৌড়া। তারপর অনুষ্ঠান শেষে উচ্ছ্বসিত প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, “এটা আমার সৌভাগ্য যে, দেশের গণতান্ত্রিক ঐতিহাসিক বড় মুহূর্তের সাক্ষী হলাম।” নিজের রাজনৈতিক জীবনের ইতিহাস উল্লেখ করে ৯১ বছর বয়সী এই রাজনৈতিক বলেন, “আমি ১৯৬২ সালে কর্নাটকের বিধানসভায় প্রবেশ করেছিলাম এবং ১৯৯১ সাল থেকে সংসদের সদস্য ছিলাম। ৩২ বছর আগে আমি লোকসভায় প্রবেশ করেছিলাম। আমি কখনও ভাবিনি, আমি প্রধানমন্ত্রী হব এবং এতদিন জনমানুষের মনে বেঁচে থাকতে পারব। তবে আমি খুব অবাক হলাম যে, আমি কখনো ভাবিনি আমার জীবদ্দশায় নতুন সংসদ ভবনে আমি বসব। আমার এখন বয়স ৯১ বছর।
নতুন সংসদ ভবন প্রসঙ্গে প্রাক্তন বর্ষীয়ান প্রধানমন্ত্রী আরও বলেন, “ঐতিহ্য এবং একজন সাধারণ ভারতীয় হিসাবে জীবদ্দশায় একটি নতুন বাড়ি তৈরি করা এবং একটি নতুন বাড়িতে প্রবেশ করা অত্যন্ত শুভ এবং বিরল মুহূর্ত।” এ প্রসঙ্গে নতুন সংসদ ভবনের উদ্বোধনের উল্লেখ করে তিনি বলেন, “একটি জাতির কাছে এটি একটি অসাধারণ মুহূর্ত।” নতুন সংসদ ভবনের উদ্বোধন উপলক্ষে সমগ্র দেশবাসীকে শুভেচ্ছা জানান প্রাক্তন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “আমি আন্তরিকভাবে প্রার্থনা করি যে, আমাদের সমৃদ্ধশালী গণতান্ত্রিক ঐতিহ্য যেন অব্যাহত থাকে এবং সময়ের সঙ্গে সঙ্গে সেটা আর বিকাশ লাভ করে ও ভারতকে গৌরবান্বিত করতে সাহায্য করে।”