Cash shower: ভিডিয়ো: পঞ্চায়েত প্রধানের ভাইপোর বিয়ে, ছাদ থেকে ওড়ানো হল লাখ লাখ টাকা!

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Feb 19, 2023 | 6:21 PM

Gujarat: ভিডিয়োয় দেখা যাচ্ছে, প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে হাজার খানেক মানুষেক ভিড়। তাঁর বাড়ির ছাদে রয়েছেন বেশ কয়েক জন।

Cash shower: ভিডিয়ো: পঞ্চায়েত প্রধানের ভাইপোর বিয়ে, ছাদ থেকে ওড়ানো হল লাখ লাখ টাকা!
উড়ছে টাকা, ধরতে ছুটছেন গ্রামবাসীরা

Follow Us

আহমেদাবাদ: উপর থেকে মাটিতে পড়ছে প্রচুর টাকা। ১০০, ৫০০ নোট হাওয়ায় উড়তে উড়তে পড়ছে মাটিতে। তা দেখতে রাস্তায় জড়ো হয়েছেন প্রচুর মানুষ। তাঁদের নজর উড়ে আসা টাকার নীচে। সেই টাকা হাতের নাগালে আসতেই সবাই তা নেওয়ার জন্য হুড়োহুড়ি করছেন। যে যতটা পারছেন উড়ে আসা টাকা নিয়ে রাখছেন নিজেদের পকেটে। উপরের এই বর্ণনা কোনও সিনেমার দৃশ্য নয়। বাস্তবের ঘটনা। নেতার আত্মীয়ের বিয়েতে এ ভাবেই উড়েছে লক্ষাধিক টাকা। এই টাকা ওড়ানোর ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। যা নিয়েই দানা বেঁধেছে বিতর্ক। ভাইপোর বিয়েতে দেদার টাকা উড়িয়ে প্রবল সমালোচিত হয়েছেন গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান। সম্প্রতি ঘটনাটি ঘটেছে গুজরাতের মেহসানা জেলায়।

গুজরাতের মেহসানা জেলার কেকরি তেহসিলে রয়েছে আগল গ্রাম। সেই গ্রামেরই পঞ্চায়েত প্রধান ছিলেন করিম যাদব নামের এক ব্যক্তি। গ্রামে প্রভাবশালী হিসাবেই পরিচিত তিনি। সম্প্রতি ছিল তাঁর ভাইপোর বিয়ে। ভাইপো রজক যাদবের বিয়েতেই টাকা উড়িয়েছেন করিম যাদব। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ীস, প্রাক্তন পঞ্চায়েত প্রধানের ভাইপোর বিয়ে উপলক্ষে আগল গ্রামে বেরিয়েছিল শোভাযাত্রা। বর্ণাঢ্য সেই শোভাযাত্রার সাক্ষী থাকতে ভিড় জমিয়েছিলেন প্রচুর গ্রামবাসী। সেই শোভাযাত্রা শেষ হয়ে আসেন বিয়েবাড়িতে। তার পরই করিম যাদব এবং তাঁর আত্মীয়রা বাড়ির ছাদ থেকে গোছা গোছা টাকা ওড়াতে থাকেন বলে অভিযোগ।

 

এই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা ইতিমধ্যেই ভাইরাল। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে হাজার খানেক মানুষেক ভিড়। তাঁর বাড়ির ছাদে রয়েছেন বেশ কয়েক জন। সেখান থেকে টাকা ওড়াচ্ছেন তাঁরা। সেই টাকা হাওয়ায় ভাসতে ভাসতে নীচে এসে পড়ছে। সেই টাকা নেওয়ার জন্য রীতিমতো হুড়োহুড়ি পড়ে গিয়েছিল রাস্তায়। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, টাকা কুড়ো হুড়োহুড়ির জেরে পদপৃষ্ঠ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। যদিও এই ঘটনা নিয়ে কোনও অভিযোগ দায়ের হয়নি।

Next Article