AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

EXPLAINED: ভ্যাকসিন ফাঁকি দিয়ে কীভাবে হচ্ছে করোনা?

COVID-19 Explained: ২০২০ সালে যখন প্রথমবার করোনা সংক্রমণ ছড়িয়েছিল, তখন আক্রান্তদের অন্যতম উপসর্গই ছিল স্বাদ ও গন্ধ হারিয়ে যাওয়া। নাকে কোনও গন্ধ পাওয়া যেত না, মুখেও কোনও স্বাদ ছিল না। ৫ বছর বাদে এবার নতুন করে যে করোনা সংক্রমণ ছড়াচ্ছে, তাতে এই উপসর্গের দেখা মিলছে না।

EXPLAINED: ভ্যাকসিন ফাঁকি দিয়ে কীভাবে হচ্ছে করোনা?
| Updated on: Jun 06, 2025 | 8:28 AM
Share

করোনা বিদায় নেবে না, করোনার সঙ্গেই সহাবস্থান করতে হবে। করোনার একের পর এক ঢেউ আছড়ে পড়ার পর এই কথাই বলেছিলেন বিশেষজ্ঞরা। ২০২০ থেকে ২০২৫ সাল। এত দিনেও কেন সাধারণ ফ্লুয়ের রূপ নিচ্ছে না করোনা? কেন বারবার করোনা নিয়ে উদ্বেগ বাড়ছে, সতর্ক থাকতে বলা হচ্ছে সাধারণ মানুষকে? করোনার দুটি ভ্যাকসিন নিয়েছেন দেশের প্রায় একটা বড় অংশের মানুষ। তারপরও কেন সংক্রমণ রুখতে পারছে না? ২০২০ সালের মার্চ মাস। দেশে হু হু করে ছড়াচ্ছে করোনা সংক্রমণ। বাড়ছে মৃত্যুও। সংক্রমণ রুখতেই লকডাউন ঘোষণা করা হয়। সেই ছিল করোনার প্রথম ঢেউ। সেই ঢেউয়ে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিলেন। সংক্রমণ একটু নিয়ন্ত্রণে আসতেই যখন নিয়ম শিথিল হয়েছিল, তখনই ফের...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন