রাসায়নিক প্ল্যান্টে বিস্ফোরণ, আগুনে ঝলসে আহত ৫

সুমন মহাপাত্র

সুমন মহাপাত্র |

Updated on: Jul 04, 2021 | 10:55 AM

যেহেতু রাসায়নিক কারখানা, তাই দাহ্য বস্তুতে কোনও রাসায়নিকের মাধ্যমে আগুন লেগে যেতে পারে বলে প্রাথমিক অনুমান বিশেষজ্ঞদের।

রাসায়নিক প্ল্যান্টে বিস্ফোরণ, আগুনে ঝলসে আহত ৫
ছবি- এএনআই

পালঘর: রাসায়নিক তৈরির কারখানায় (Chemical Plant) বিস্ফোরণের জেরে আগুন। দুর্ঘটনায় আহত হয়েছেন ৫ জন কর্মী। বিস্ফোরণের জেরে আগুনে তাঁরা ঝলসে আহত হয়েছেন বলে জানা গিয়েছে। শনিবার রাতে সাড়ে ১১টা নাগাদ বিস্ফোরণ হয় পালঘরের ওই রাসায়নিক প্ল্যান্টে। খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান দমকলকর্মীরা।

কোনওরকমে বাকিদের উদ্ধার করে দমকলের উদ্ধারকারী দল। কীভাবে আগুন লাগল, তা এখনও পরিষ্কার নয়। যে হেতু রাসায়নিক কারখানা, তাই দাহ্য বস্তুতে কোনও রাসায়নিকের মাধ্যমে আগুন লেগে যেতে পারে বলে প্রাথমিক অনুমান বিশেষজ্ঞদের। আহত ৫ জন এখন চিকিৎসাধীন। তাঁদের থুঙ্গা হাসপাতালে চিকিৎসা চলছে।

যে কারখানাটিতে আগুল লেগেছে তার নাম ভারত কেমিক্যালস লিমিটেড। পালঘরের বয়সার তারাপুর ইন্ডাস্ট্রিয়াল অঞ্চলে অবস্থিত এই প্ল্যান্ট। বয়সার থানার পুলিশ জানিয়েছে, যে ৫ জন আহত হয়েছেন, তাঁদের পুড়ে যাওয়ার ক্ষত রয়েছে। তাঁরা চিকিৎসাধীন।

আরও পড়ুন: ফের জম্মুর আকাশে রহস্যজনক ‘ফ্লাইং অবজেক্ট’, বাড়তি সতর্ক সেনা-পুলিশ

⇜ TV9 EXCLUSIVE: না পড়লেই নয় ⇝

১০ লক্ষ টাকার ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড’ কারা পাবেন? কী ভাবে করবেন আবেদন?

ডায়েরির পাতার ভাঁজে আডবাণী, যশবন্তদের নাম, কী সেই ‘হাওয়ালা-জৈন’ মামলা?

সরষের ভেতরেই ভূত! ১ বছরে রান্নার তেলের দাম বাড়ল ৬৩ টাকা, কীভাবে?

কোভ্যাক্সিন তৈরিতে বাছুরের প্লাজমা? আসল সত্যিটা জানুন

ভেনেজুয়েলায় ১ টাকায় পেট্রল, ভারতে ১০২! নেপথ্যে কার কারসাজি?

Latest News Updates

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla