উদয়পুর: গত ৩১ অক্টোবরই আহমেদাবাদ থেকে আসারওয়া-উদয়পুর এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার (১৩ নভেম্বর), ট্রেনটি আসার মাত্র কয়েক ঘণ্টা আগে, ট্রেনের লাইনে ফাটল ধরা পড়ল। স্থানীয় বাসিন্দাদের মতে, ‘ডেটোনেটর’ ব্যবহার করে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। লাইনে ফাটল ধরা পড়ার পরই, দুঙ্গারপুর স্টেশনে ট্রেনটিকে থামিয়ে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, নাশকতা-সহ সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।
উত্তর পশ্চিম রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক, ক্যাপ্টেন শশী কিরণ বলেছেন, “রবিবার সকাল ৮টা নাগাদ তথ্য পাওয়া যায় যে ডেটোনেটর ব্যবহার করে রেললাইনের ক্ষতি করার চেষ্টা করা হয়েছে। রবিবার সকাল ৮টার দিকে ট্র্যাকম্যানরা ঘটনাটি জানায়। এরপরই খতিয়ে দেখা জন্য রেলকর্মীদের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়। ওই লাইনে ট্রেন চলাচল বাতিল করা হয়। এই বিষয়ে তদন্ত চলছে।”
পুলিশ কর্তারা জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে উদয়পুরের জাওয়ার মাইনস থানার অন্তর্গত ‘কেওদা কি নাল’-এর কাছে। ওধা সেতুর কাছেই রেল লাইনে ফাটল ধরা পড়ে। স্থানীয় থানার এসএইচও অনিল কুমার বিষ্ণোই বলেছেন, “স্থানীয় মানুষ এদিন সকালে বিস্ফোরণের বিষয়ে আমাদের জানায়। আমরা ট্র্যাকে কিছু বিস্ফোরক খুঁজে পেয়েছি। দোষীদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে।”
How in gujarat rail track damaged by culprits _ Big Conspiracy to blow up New Railway track between Udaipur and Ahmedabad in Udaipur; here is “Gujarat Election”
Morbi bridge was negligence, accident or clear sabotage to Defame Modi @PMOIndia @narendramodi @AmitShah @blsanthosh pic.twitter.com/cq3sgeQbiD— r.venkatasubramanian (@rvstambaram) November 13, 2022
উদয়পুরের পুলিশ সুপার বিকাশ শর্মা বলেছেন, নাশকতা-সহ সমস্ত দিক তদন্ত করা হচ্ছে এবং রেল লাইনটি মেরামতের কাজ চলছে। সূত্রের খবর, ঘটনাস্থল থেকে ডেটোনেটর এবং গানপাউডার উদ্ধার করা হয়েছে। এর পিছনে বড় কোনও ষড়যন্ত্র রয়েছে বলে মনে করা হচ্ছে। তদন্তে নেমেছে উদয়পুর অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড এর আধিকারিকরাও।
মুখ্যমন্ত্রী অশোক গেহলট জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। পুলিশের ডিজি উমেশ মিশ্রকে এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।