নয়া দিল্লি: দীর্ঘদিন ধরে দেশে বসবাসকারীদের নাগরিকত্ব প্রদানের ব্যাপারে উন্মুখ নরেন্দ্র মোদীর সরকার। প্রতিবেশী দেশগুলি থেকে আগত হিন্দুদের নাগরিকত্ব প্রদানের ব্যাপারে জন্য আইনও এনেছে। যদিও সেই আইন এখনও কার্যকর করা সম্ভব হয়নি। তবে বিভিন্ন ক্ষেত্রে নাগরিকত্ব প্রদানের কাজ শুরু করেছে নরেন্দ্র মোদীর সরকার। ২০১১ সাল থেকে এখনও পর্যন্ত ১৬ লক্ষের বেশি মানুষকে ভারতের নাগরিকত্ব দেওয়া হয়েছে। যার মধ্যে কেবল গত বছর ২ লক্ষ ২৫ হাজার মানুষকে নাগরিকত্ব দেওয়া হয়েছে। যা ২০২০ সালের তুলনায় অনেকটাই বেশি। বৃহস্পতিবার রাজ্যসভায় এমনই তথ্য প্রকাশ করলেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর।
এদিন রাজ্যসভায় দেশে দীর্ঘদিন ধরে বসবাসকারীদের নাগরিকত্ব প্রদানের পরিসংখ্যান তুলে ধরেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী। তিনি জানান, এ বছর নাগরিকত্ব প্রদানের হার গত কয়েক বছরের তুলনায় অনেকটাই বেড়েছে। একেবারে পরিসংখ্যান তুলে ধরে বিদেশমন্ত্রী বলেন, ২০১৫ সালে ১ লক্ষ ৩১ হাজার ৪৮৯ জন ভারতের নাগরিকত্ব পেয়েছিলেন। ২০১৬ সালে সেই সংখ্যা কিছুটা বেড়ে দাঁড়ায় ১ লক্ষ ৪১ হাজার ৬০৩, ২০১৭ সালে সেই সংখ্যা সামান্য কমেছে, ১ লক্ষ ৩৩ হাজার ৪৯ জনকে নাগরিকত্ব দেওয়া হয়েছিল। ২০১৮ সালে নাগরিকত্ব পেয়েছিলেন ১ লক্ষ ৩৪ হাজার ৫৬১ জন। ২০১৯ সালে ১ লক্ষ ৪৪ হাজার ১৭ জন নাগরিকত্ব পেয়েছেন। ২০২০ সালে সেই সংখ্যা নেমে দাঁড়ায় ৮৫ হাজার ২৫৬ জন ২০২১ সালে ১ লক্ষ ৬৩টি হাজার ৩৭০ জন নাগরিকত্ব পেয়েছেন। তবে গত বছর অর্থাৎ ২০২২ সালে ২ লক্ষ ২৫ হাজার ৬২০ জন ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। সবমিলিয়ে, ২০১১ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ১০ বছরে মোট ১৬ লক্ষ ৬৩ট্টি হাজার ৪৪০ জন ভারতের নাগরিকত্ব পেয়েছেন বলে জানিয়েছেন জয়শঙ্কর।
এদিন এক প্রশ্নের জবাবে আর স্পষ্ট করে বিদেশমন্ত্রী বলেন, “বিগত তিন বছরে সংযুক্ত আরব আমি আমির শাহীর ৫ জন ভারতের নাগরিকত্ব পেয়েছেন। মোট ১২৫টি দেশের বাসিন্দাদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছে।”