S Jaishankar: ‘রাষ্ট্রপুঞ্জকে আমায় বলে দিতে হবে না…’ নির্বাচন নিয়ে ‘উদ্বেগের’ কড়া জবাব বিদেশমন্ত্রীর

ঈপ্সা চ্যাটার্জী |

Apr 05, 2024 | 9:16 AM

United Nation: লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী রাজীব চন্দ্রশেখরের হয়ে প্রচারে গিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানেই রাষ্ট্রপুঞ্জের কর্তার মন্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, "রাষ্ট্রপুঞ্জকে আমায় বলে দিতে হবে না যে আমাদের স্বচ্ছ ও মুক্ত নির্বাচন হওয়া উচিত। আমার সঙ্গে দেশের মানুষ রয়েছেন।"

S Jaishankar: রাষ্ট্রপুঞ্জকে আমায় বলে দিতে হবে না... নির্বাচন নিয়ে উদ্বেগের কড়া জবাব বিদেশমন্ত্রীর
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: দিন কয়েক পরই লোকসভা নির্বাচন। গণতন্ত্রের সবথেকে বড় উৎসব নিয়ে এদিকে উদ্বেগ রাষ্ট্রপুঞ্জের। সম্প্রতিই রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেলের মুখপাত্র ভারতের নির্বাচন নিয়ে বলেছিলেন, “ভারতে জনগণের যাতে রাজনৈতিক ও নাগরিক অধিকার যাতে সুরক্ষিত থাকে এবং স্বচ্ছ ও মুক্ত নির্বাচন হয়, তা আশা করা হচ্ছে”। এবার সেই মন্তব্যেরই কড়া জবাব দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বললেন, “দেশে যে স্বচ্ছ ও মুক্ত নির্বাচন হওয়া উচিত, তা কাউকে বলে দিতে হবে না।”

লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী রাজীব চন্দ্রশেখরের হয়ে প্রচারে গিয়েছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানেই রাষ্ট্রপুঞ্জের কর্তার মন্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, “রাষ্ট্রপুঞ্জকে আমায় বলে দিতে হবে না যে আমাদের স্বচ্ছ ও মুক্ত নির্বাচন হওয়া উচিত। আমার সঙ্গে দেশের মানুষ রয়েছেন। দেশের নাগরিকরাই নিশ্চিত করবেন যে নির্বাচন যেন স্বচ্ছ ও মুক্ত হয়। তাই আমাদের নিয়ে চিন্তা করতে হবে না।”

প্রসঙ্গত, গত সপ্তাহেই রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেলের মুখপাত্র স্টেফান দুজারিক দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের গ্রেফতারি ও লোকসভা নির্বাচনের আগেই রাজনৈতিক অস্থিরতা নিয়ে কথা বলেন। তিনি বলেন, “আমরা আশা করছি ভারতে নির্বাচনে সকলের অধিকার যেন সুরক্ষিত থাকে। সকলে যেন স্বচ্ছ ও মুক্ত পরিবেশে ভোট দিতে পারেন।”

Next Article