নয়া দিল্লি: ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে অন্য দেশ। এবার কড়া জবাব দিল বিদেশ মন্ত্রক। সম্প্রতিই একটি ব্রিটিশ সংবাদপত্রে ভারতের বিরুদ্ধে পাকিস্তানে গিয়ে হত্যার মারাত্মক অভিযোগ তোলা হয়। সন্ত্রাস দমন করতে ভারত পাকিস্তানে বিভিন্ন জঙ্গিদের নিশানা করে হত্যা করছে বলেই দাবি করা হয় ওই প্রতিবেদনে। এবার তার কড়া জবাব দিল বিদেশ মন্ত্রক। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলেই জানানো হল বিদেশ মন্ত্রকের তরফে। একইসঙ্গে এমন খবর প্রচার করে ভারত-বিরোধী প্রচার করা হচ্ছে বলেও জানানো হয়েছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কড়া ভাষায় বলেছেন, “অন্য দেশে গিয়ে হত্যা করা ভারত সরকারের নীতি নয়।”
ব্রিটেনের সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ানে’ দাবি করা হয়েছিল, ভারত সরকার একটি নীতি এনেছে, যেখানে দেশের শত্রু বা দেশের জন্য ক্ষতিকর ব্যক্তিদের নিশানা করে হত্যার নির্দেশ দেওয়া হয়েছে। ২০১৯ সালের পুলওয়ামার হামলার পর থেকে ভারতের গোয়েন্দা বাহিনী ‘র’ (RAW) এমন কমপক্ষে ২০টি অ্যাসাসিনেশন চালিয়েছে বলেই দাবি করা হয় ওই রিপোর্টে। পাকিস্তানের বিভিন্ন তথ্য প্রমাণ এবং দুই দেশেরই গোয়েন্দা কর্তাদের সাক্ষাৎকারের উপরে ভিত্তি করে এই প্রতিবেদন লেখা হয়েছে বলে দাবি করা হয়।
এক ভারতীয় গোয়েন্দা কর্তার নাম না উল্লেখ করে, ‘দ্য গার্ডিয়ানে’র রিপোর্টে বলা হয়, ইজরায়েলের গোয়েন্দা বাহিনী মোসাদ (Mossad) ও রাশিয়ার কেজিবি (KGB ) থেকে অনুপ্রাণিত হয়েই বিদেশের মাটিতে এই অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে, পাকিস্তানের তরফেও দাবি করা হয়, সংযুক্ত আরব আমিরশাহিতে ভারতের স্লিপার সেলকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারাই ভিন দেশে গিয়ে এই হত্যা অভিযান চালানো হচ্ছে।
ব্রিটেনের সংবাদমাধ্যমের এই দাবিকেই ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে বিদেশ মন্ত্রক। ভারত বিরোধী প্রচার চালানোর উদ্দেশেই এই ধরনের মিথ্য়া প্রচার চালানো হচ্ছে বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, এর আগে কানাডা ও আমেরিকাও ভারতের বিরুদ্ধে ভিন দেশের মাটিতে অ্যাসাসিনেশন বা হত্যার চেষ্টার অভিযোগ এনেছে। গত বছরের সেপ্টেম্বর মাসে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সংসদে দাবি করেছিলেন, খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের হত্যায় ভারতের হাত রয়েছে। যদিও ভারত সেই অভিযোগকে মিথ্য়া বলেই উড়িয়ে দেয়। আমেরিকাও আরেক খালিস্তানি জঙ্গি গুরপাতওয়ান্ত সিং পান্নুনের উপরে প্রাণঘাতী হামলায় ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল।