নয়া দিল্লি: অনলাইন প্ল্যাটফর্মগুলির অপব্যবহার রুখতে ও নাগরিকদের অধিকার সুরক্ষা করতে কতটা তৎপর ফেসবুক (Facebook) ও গুগল (Google), তা জানতে চাইল সংসদীয় স্ট্যান্ডিং কমিটি (Parliamentary Standing Committee)। মঙ্গলবার ওই দুই সংস্থাকেই কমিটির সামনে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।
শশী থরুর(Shashi Tharoor)-র নেতৃত্বে গঠিত এই কমিটি সাধারণ নাগরিকদের অধিকার রক্ষা করতে এবং অনলাইন প্ল্যাটফর্মগুলির অপব্যবহার রুখতে, বিশেষত ডিজিটাল মাধ্যমে নারী সুরক্ষা কতখানি, তা নিয়ে এই দুই সংস্থার মতামত জানতে চেয়েছে। আগামিকাল বিকেল চারটেয় তাদের হাজির হতে হবে। এছাড়া ৬ জুলাইও ফের বৈঠকের জন্য ডাক দেওয়া হয়েছে এই দুই সংস্থাকে। এর আগে মাইক্রো ব্লগিং সংস্থা টুইটারও একই কারণ ব্যাখ্যা করতে সংসদীয় কমিটির সামনে হাজির হয়েছিল।
সেই সময় টুইটার কর্তৃপক্ষকে সাফ জানানো হয়েছিল যে, ভারতের আইন মেনেই তাদের চলতে হবে। সংস্থার মুখপাত্রও পরে জানান যে, তারা সর্বসম্মতভাবে ভারতীয় আইন মেনেই অনলাইনে নাগরিকদের অধিকার সুরক্ষার কাজ করতে। টুইটারের নিজস্ব তিন নীতি- তথ্যের স্বচ্ছতা, মত প্রকাশের স্বাধীনতা ও গোপনায়তার কথাও উল্লেখ করা হয়।
অন্যদিকে, টুইটারের পরই ফেসবুকের আধিকারিকদের সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হলে সংস্থার তরফে জানানো হয়, করোনাবিধির কারণে কোনও বৈঠকে সরাসরি উপস্থিতি সংস্থার নিয়মবিরুদ্ধ। তারা ভিডিয়ো কলে যাবতীয় প্রশ্নের জবাব দিতে পারে। কিন্তু কমিটির প্রধান শশী থারুর জানান, এই ধরনের জরুরি আলোচনা ভিডিয়োকলে হতে পারে না, সংবিধানে তার বিধান নেই। সুতরাং সংস্থার আধিকারিকদের কমিটির সামনেই হাজির হতে হবে। প্রয়োজনে তাদের টিকাকরণের ব্যবস্থাও করা হবে।
আরও পড়ুন: ‘ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে চলেছেন প্রধানমন্ত্রী’, কীসের ইঙ্গিত উপত্যকার বিজেপি নেতার?