Facebook India: হাজিরার জন্য দিল্লি বিধানসভার কাছে ১৪ দিনের সময় চাইল ফেসবুক কর্তৃপক্ষ

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Nov 02, 2021 | 1:58 PM

Facebook, Delhi Assembly, দিল্লি বিধানসভার এই কমিটির সচিব সদানন্দ শাহ (Sadanand Shah) ফেসবুককে লেখা চিঠিতে জানিয়েছিলেন, "২০২০ সালে ফেব্রুয়ারি মাসে বিশাল আকারের সাম্প্রদায়িক দাঙ্গার সাক্ষী ছিল গোটা দিল্লি

Facebook India: হাজিরার জন্য দিল্লি বিধানসভার কাছে ১৪ দিনের সময় চাইল ফেসবুক কর্তৃপক্ষ
ছবি- প্রতীকী চিত্র

Follow Us

নয়া দিল্লি: সম্প্রতি ফেসবুকের (Facebook) নাম বদল সংস্থার নয়া নাম মেটা (Meta) হয়েছে। ঘোষণা করেছিলেন ফেসবুকের প্রতিষ্ঠাতা সিইও মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg)। ভারতে ফেসবুক বিড়ম্বনা বেড়েছে। দিল্লি বিধানসভার (Delhi Assembly) ‘শান্তি ও সম্প্রীতি’ রক্ষার বিশেষ কমিটির কাছে হাজির হওয়ার জন্য ১৪ দিনের সময় চেয়ে নিল ফেসবুক ইন্ডিয়া কর্তৃপক্ষ। দিল্লি বিধানসভার ওই কমিটিকে ইমেল মারফত ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছেন, তাদের নিকট হাজির হওয়ার জন্য উপযুক্ত আধিকারিককে বেছে নেওয়ার জন্যই সময় লাগবে বলে জানিয়েছে ফেসবুক ইন্ডিয়া। নভেম্বর মাসের ১৮ তারিখে দিল্লি বিধানসভার ওই বিশেষ কমিটির কাছে উপস্থিত হওয়ার কথা ছিল ফেসবুক কর্তৃপক্ষের।

শান্তি সম্প্রীতি বিঘ্নিত করার জন্য মিথ্যা ও ভুয়ো তথ্য প্রচারের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া গুলির ভূমিকা খতিয়ে দেখার জন্য ২ নভেম্বর এক সিনিয়র আধিকারিককে উপস্থিত থাকার আবেদন জানিয়েছিল দিল্লি বিধানসভার ওই বিশেষ কমিটি। রাজীব চাড্ডা এই কমিটির প্রধান।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই ফেসবুক ইন্ডিয়ার ডিরেক্টর, অজিত মোহনকে (Ajit Mohan) তলব করে দিল্লি বিধানসভা। এই তলবে বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করে ফেসবুক কর্তৃপক্ষ। জুলাই মাসে, দিল্লি বিধানসভার এই কমিটিকে স্বীকৃতি দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। এই কমিটির অধিকার ক্ষমতাকেও গ্রহণ করেছিল সুপ্রিম কোর্ট।

দিল্লি বিধানসভার এই কমিটির সচিব সদানন্দ শাহ (Sadanand Shah) ফেসবুককে লেখা চিঠিতে জানিয়েছিলেন, “২০২০ সালে ফেব্রুয়ারি মাসে বিশাল আকারের সাম্প্রদায়িক দাঙ্গার সাক্ষী ছিল গোটা দিল্লি। এর পরে শান্তি ও সম্প্রীতি বজার রাখতে ও ধর্মে ধর্মে বিভেদ রক্ষা করার ক্ষেত্রে এই বিশেষ কমিটি গঠন করে দিল্লি বিধানসভা।”

এই চিঠিতে পরে তিনি উল্লেখ করেন, “দিল্লিতে যেহেতু লক্ষ লক্ষ ফেসবুক ব্যবহারকারী রয়েছেন, তাই এই বিশেষ কমিটি ফেসবুক কর্তৃপক্ষের বক্তব্য শুনতে চেয়ে তাদের প্রতিনিধিকে ডেকে পাঠায়।” জানা গিয়েছে, ২ নভেম্বর বিধানসভার বিধায়ক লাউঞ্জে এই ফেসবুকের প্রতিনিধির সঙ্গে সাক্ষাতে কথা ছিল বিধানসভার এই বিশেষ কমিটির। একজন সিনিয়র আধিকারিককে তাদের কাছে পাঠানোর আবেদন জানিয়েছিল এই বিশেষ কমিটি। এবং ৩১ অক্টোবর বিকেল ৪টের মধ্যে সংস্থার তরফে কে আসছেন তাঁর নাম ও পদাধিকার উল্লেখ করে জানাতে বলা হয়েছিল।

আরও পড়ুন Old Woman Mysterious Death: নাক দিয়ে বেরোচ্ছিল রক্ত, বিছানাতেও চাপ চাপ দাগ! ফের শহরে অভিজাত আবাসনে বৃদ্ধার রহস্যমৃত্যু

আরও পড়ুন Petrol Price Today: এখনও পর্যন্ত ১১০-এ নটআউট! কালীপুজোর আগে ফের ভালই স্কোর করবে পেট্রোল, হাড্ডাহাড্ডি টক্কর ডিজেলেরও

Next Article