বেঙ্গালুরু: এখন বিভিন্ন ভাবে মানুষতে প্রতারণা ফাঁদে ফেলে টাকা লুঠ করার ফন্দি-ফিকির খোঁজে সাইবার অপরাধীরা। বৃহস্পতিবার রাতে এমনই দুটি প্রতারণা চক্রের পর্দাফাঁস করেছে কর্নাটকের হোয়াইট ফিল্ড থানার পুলিশ। দুটি ভুয়ো কল সেন্টার থেকে ৭২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুটি কল সেন্টার থেকে সব মিলিয়ে মোট ১৩৮ টি কম্পিউটার বাজেয়াপ্ত করা হয়েছে। হোয়াইট ফিল্ডের অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ডেপুটি কমিশনারের যৌথ নেতৃত্বে বৃহস্পতিবার যৌথ অভিযান চালিয়েছিল পুলিশ। এথিক্যাল ইনফোটেক প্রাইভেট লিমিটেড এবং গায়ত্রী টেক পার্ক নামে দুটি অফিসে হানা দিয়ে সেখানকর্মীদের গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ওই দুটি ভুয়ো কল সেন্টার থেকে ফোন করে সাইবার প্রতারণা করা হয়। তদন্তে জানা গিয়েছে, গুজরাটের আহমেদাবাদের এক ব্যক্তি এই ভুয়ো প্রতারণা চক্রের প্রধান কাণ্ডারী। মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, হরিয়ানা ও দিল্লি থেকে সদ্য স্নাতক হওয়া যুবক-যুবতীদের এখানে নিয়োগ করা হত। পুলিশ জানিয়েছে, এই ভুয়ো কলসেন্টার থেকে আমেরিকার নাগরিকদের নিশানা করে প্রতারণা করা হত। ব্যাঙ্ক, আম্যাজনের মতো বিভিন্ন সংস্থার নামে এসএমএস, ইমেল করে তাদের প্রতারিত করা হত। ফোন করে তাদের বিভিন্ন সমস্যা সমাধানের নাম করে অ্যাকাউন্টে থাকা টাকা হাতিয়ে নেওয়া হত বলেই জানিয়েছে পুলিশ।
অভিযুক্তরা অ্যামাজন গিফট কার্ড, ক্রিপ্টো কারেন্সি এবং ওয়্যার ট্রান্সফারের মতো অ্যাপগুলির মাধ্যমে সেখানকার নাগরিকদের প্রতারণা করত। হোয়াইট ফিল্ডের সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে দুটি মামলা দায়ের করা হয়েছে। সিআরপিসি, ভারতীয় দণ্ড বিধি এবং আইটি আইনেক বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।