পটনা: রোগী মৃত্যুকে কেন্দ্র করে অশান্তির খবর প্রায়সময়ই শোনা যায়। কিন্তু মৃতদেহের অঙ্গ খুবলে নেওয়া? এই অভিযোগকে কেন্দ্র করেই তুলকালাম কাণ্ড বাধল হাসপাতালে। সরকারি হাসপাতাল থেকেই রোগীর মৃত্যুর পর চোখ খুবলে নেওয়ার অভিযোগ তুলল পরিবার। যদিও হাসপাতালের যুক্তি, ইঁদুর চোখ খুবলে নিয়েছে।
ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে বিহারের পটনায়। বৃহস্পতিবার গুলিবিদ্ধ অবস্থায় ফান্টুস কুমার নামক এক ব্যক্তিকে ভর্তি করানো হয় নালন্দা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। তাঁর তলপেটে গুলি লেগেছিল। আইসিইউ-তে ভর্তি ছিলেন তিনি, শুক্রবার রাত পৌনে ন’টা নাগাদ তাঁর মৃত্যু হয়। রাত ১টা অবধি মৃতের পরিবার হাসপাতালেই ছিল। এরপর তারা শেষকৃত্যের ব্যবস্থা করতে যান।
ঘণ্টা খানেক পরে তারা যখন দেহ ছাড়িয়ে নিয়ে যেতে যান, তখন দেখেন যে ফান্টুস কুমারের বাম চোখ নেই। এরপরই হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগের আঙুল ওঠে। মৃতের পরিবার দাবি করে, ফান্টুস কুমারের চোখ উপড়ে নেওয়া হয়েছে। যে বা যারা ওই ব্যক্তির উপরে হামলা চালিয়েছিল, তাদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ হাত মিলিয়ে এই কাজ করেছে, নয়তো মৃতদেহের অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রি করে দেওয়া হাসপাতালের ব্যবসা বলেই অভিযোগ করা হয়। ডাকা হয় পুলিশও।
পুলিশ জানিয়েছে, এক ব্যক্তির চোখ উপড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। দেহ নিয়ে টানাটানি হয়েছে, তা স্পষ্ট। তবে হাসপাতাল কর্তৃপক্ষের যুক্তি ইঁদুর এসে চোখ খুবলে নিয়েছে। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। হাসপাতালের সিসিটিভিও খতিয়ে দেখা হচ্ছে।