Farmers Protest: ট্রাক্টর দিয়ে ভাঙল ব্যারিকেড, পাল্টা কাঁদানে গ্যাস পুলিশের, কৃষকদের দিল্লি চলো ঘিরে তুমুল সংঘর্ষ, আহত ৬০

ঈপ্সা চ্যাটার্জী |

Feb 14, 2024 | 7:36 AM

Delhi Chalo March: মঙ্গলবার পঞ্জাব-হরিয়ানা সীমান্তে পুলিশ আন্দোলনকারী কৃষকদের আটকায় পুলিশ। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়ে, জোর করে ট্রাক্টর দিয়ে সিমেন্টের ব্যারিকেড ভেঙে দেয় কৃষকরা। এরপরই পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। ড্রোন দিয়ে কাঁদানে গ্যাস ছুড়তে বাধ্য হয় পুলিশ। ব্যবহার করা হয় জলকামানও।

Farmers Protest: ট্রাক্টর দিয়ে ভাঙল ব্যারিকেড, পাল্টা কাঁদানে গ্যাস পুলিশের, কৃষকদের দিল্লি চলো ঘিরে তুমুল সংঘর্ষ, আহত ৬০
কৃষক আন্দোলন ঘিরে ধুন্ধুমার।
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: কৃষক আন্দোলনে (Farmers Protest) ফের উত্তাল দেশ। মঙ্গলবারই দিল্লি চলো (Delhi Chalo) অভিযানের ডাক দিয়েছিল আন্দোলনকারী কৃষকরা। রাতটুকু পদযাত্রা বন্ধ রাখলেও, আজ বুধবার সকাল থেকেই ফের দিল্লির উদ্দেশে রওনা দেবে কৃষক সংগঠনগুলি। এদিকে, মঙ্গলবার পঞ্জাব-হরিয়ানা সীমান্তে বিক্ষোভকারীদের সঙ্গে ধুন্ধুমার হয় পুলিশের। বিক্ষোভকারীদের সরাতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করা হয়। সংঘর্ষে কমপক্ষে ৬০ জন আহত হয়েছেন বলেই জানা গিয়েছে।

মঙ্গলবার পঞ্জাব-হরিয়ানা সীমান্তে পুলিশ আন্দোলনকারী কৃষকদের আটকায় পুলিশ। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছোড়ে, জোর করে ট্রাক্টর দিয়ে সিমেন্টের ব্যারিকেড ভেঙে দেয় কৃষকরা। এরপরই পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। ড্রোন দিয়ে কাঁদানে গ্যাস ছুড়তে বাধ্য হয় পুলিশ। ব্যবহার করা হয় জলকামানও। আটক করা হয়েছে বহু কৃষককে। পাথর ছোড়াছুড়িতে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি ব্রিজ।

প্রসঙ্গত, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি নিয়ে আইন সহ একাধিক দাবি নিয়েই ফের পথে নেমেছে কৃষকরা। পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ সহ একাধিক রাজ্যের কৃষকরা ২০০টিরও বেশি কৃষক সংগঠনের নেতৃত্বে দিল্লি চলো অভিযানের ডাক দিয়েছে।

সোমবারই কৃষক পক্ষের সঙ্গে আলোচনায় বসেন তিন কেন্দ্রীয় মন্ত্রী। ঘণ্টাখানেক ধরে বৈঠক চললেও, শেষ অবধি ব্যর্থ হয় সেই বৈঠক। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, কয়েকটি দাবি নিয়ে ঐক্যমতে পৌঁছেছে দুই পক্ষ। বাকি দাবিগুলি নিয়ে আলোচনার জন্য কমিটি গঠন করা হবে।

Next Article