মুজফফরপুর: বিধবা পুত্রবধুকে নিগ্রহ করার অভিযোগ উঠল শ্বশুরমশাইয়ের বিরুদ্ধে। অভিযোগ, বিধবা পুত্রবধূর কপালে জোর করে সিঁদুর পরিয়ে তাঁকে বিয়ে করার চেষ্টা করেন অভিযুক্ত। তার প্রতিবাদ করায় ওই মহিলার উপর বেধড়ক অত্যাচার করা হয়। বিয়ে করতে রাজি না হওয়ায় নিজের সাঙ্গপাঙ্গদের জড়ো করেন অভিযুক্ত। যিনি সম্পর্কে ওই মহিলার কাকা শ্বশুর হন। তাঁর দল মিলে বিধবা মহিলাকে মাথা ন্যাড়া করে গোটা গ্রাম ঘোরান। এমনকি তাঁকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ারও নিদান দেওয়া হয়েছিল বলে অভিযোগ। সম্প্রতি ঘটনাটি ঘটেছে বিহারের মুজফফরপুরে। ঘটনা নিয়ে অভিযোগ দায়ের হয়েছে থানায়।
বিহারের করজা থানার অন্তর্গত একটি গ্রামে থাকতেন ওই বিধবা মহিলা। স্বামী মারা যাওয়ার পর শ্বশুরবাড়িতেই থাকতেন তিনি। কিন্তু গত কয়েক মাস ধরেই কাকাশ্বশুর কুপ্রস্তাব দিতেন বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০ অক্টোবর বাড়ির কাজ করেছিলেন ওই মহিলা। সে সময় তাঁর ঘরে ঢোকেন কাকাশ্বশুর। জোর করে বউমার মাথায় সিঁদুর পরিয়ে দেন। এর প্রতিবাদ করেন ওই বিধবা মহিলা। তার পরই তাঁকে মারধর শুরু করেন অভিযুক্ত। এর পর নিজের সাঙ্গপাঙ্গদের ডাকেন অভিযুক্ত কাকা শ্বশুর। এবং মহিলাকে গ্রাম থেকে তাড়িয়ে দেন। কিন্তু গ্রাম থেকে যেতে রাজি না হওয়ায়, ওই মহিলাকে জোর করে ধরে তাঁর মাথা ন্যাড়া করে দেন অভিযুক্ত কাকাশ্বশুর ও তাঁর সাঙ্গপাঙ্গরা। এর পর অর্ধনগ্ন অবস্থায় গোটা গ্রাম ঘোরানো হয় মহিলাকে। বউমাকে বাঁচাতে এসে মার খেয়েছেন তাঁর শাশুড়িও।
এই ঘটনা নিয়ে করজা থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা মহিলা। কাকাশ্বশুর এবং তাঁর সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। কিন্তু পুলিশে অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই পলাতক অভিযুক্তরা। তাঁদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।