নয়া দিল্লি: রাজস্থানে পরপর যুদ্ধবিমান ভেঙে পড়ার ঘটনায় এবার কড়া সিদ্ধান্ত নিল ভারতীয় বায়ুসেনা এবং প্রতিরক্ষা মন্ত্রক। আপাতত আর আকাশে উড়বে না মিগ ২১ বাইসন (Mig-21 Bison) যুদ্ধবিমান। অনির্দিষ্টকালের জন্য এই যুদ্ধবিমানকে বসিয়ে দেওয়া হয়েছে। মিগ ২১ বাইসন যুদ্ধবিমানের পরপর দুর্ঘটনার কবলে পড়ার ঘটনার প্রেক্ষিতেই শনিবার বায়ুসেনা (IAF) ও প্রতিরক্ষামন্ত্রক (Home Ministry) যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। এবার মিগ ২১ বাইসন যুদ্ধবিমানের জায়গায় লাইট কম্ব্যাট এয়ারক্রাফট তেজস (Tejas) স্থান পেতে চলেছে।
মিগ ২১ বাইসন যুদ্ধবিমান বাতিলের খবরটি বায়ুসেনার তরফে নিশ্চিত করা হয়েছে। বায়ুসেনার তরফে জানানো হয়েছে, সাম্প্রতিককালে মিগ ২১ বাইসন যুদ্ধবিমান পরপর দুর্ঘটনার কবলে পড়েছে এবং তার জেরে বায়ুসেনার বহু পাইলট শহিদ হয়েছেন। তাই মিগ-২১ বাইসন যুদ্ধবিমান আপাতত আকাশে না ওড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিগ ২১ বাইসন যুদ্ধবিমানের ত্রুটি-বিচ্যুতি না খুঁজে আর এটি আকাশে ওড়ানো হবে না। মিগ ২১ বাইসনের পরিবর্তে হ্যাল-এর তেজস MK1A চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বায়ুসেনা সূত্রে জানা গিয়েছে, বর্তমানে মিগ ২১ যুদ্ধবিমানের মোট তিনটি স্কোয়াড্রন রয়েছে। রয়েছে মোট ৫০ টি যুদ্ধবিমান। আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে সামগ্রিকভাবে মিগ-২১ যুদ্ধবিমান অবসর নেওয়ার কথা ছিল। কিন্তু, নির্ধারিত সেই সময় আসার আগেই বারবার দুর্ঘটনার কবলে পড়ছে মিগ-২১ বাইসন। চলতি মাসের গোড়াতেই রাজস্থানের বাহলোলনগর জেলায় এক বাসিন্দার বাড়ির উপর ভেঙে পড়ে ভারতীয় বায়ুসেনার মিগ-২১ যুদ্ধবিমান। সেই দুর্ঘটনায় ওই বাড়ির দুই বাসিন্দার মৃত্যু হয় এবং আহত হন আরও একজন। পরে তিনিও মারা যান। পাইলটও জখম হয়েছেন। সেই দুর্ঘটনার
জেরেই এদিন মিগ-২১ বাইসন আকাশে না ওড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, পূর্বতন সোভিয়েত ইউনিয়ন জমানার বিমান নির্মাতা সংস্থা মিকোয়ান-গুরেভিচ (সংক্ষেপে মিগ) অ্যারোস্পেস কর্পোরেশনের নকশায় ১৯৫৫ সালে তৈরি হয়েছিল মিগ-২১ যুদ্ধবিমান। ১৯৬২ সালে চিন যুদ্ধে বিপর্যয়ের পর ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক আধুনিক যুদ্ধবিমানের খোঁজ শুরু করে। তখনই ‘নজর’ পড়ে নয়া মিত্র দেশ সোভিয়েতের মিগ-২১ -এর দিকে।