পেট্রোল-ডিজেলের দাম কমছে কবে? অবশেষে মুখ খুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

TV9 Bangla Digital | Edited By: ঋদ্ধীশ দত্ত

Aug 16, 2021 | 11:05 PM

অর্থমন্ত্রীর দাবি, পূর্ববর্তী সরকারের 'ভুলের' কারণেই পেট্রোপণ্যের দামে কাটছাঁট করতে পারছে না কেন্দ্রীয় সরকার।

পেট্রোল-ডিজেলের দাম কমছে কবে? অবশেষে মুখ খুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: চাইলে পেট্রোল-ডিজেলের দাম কমিয়েই দেওয়া যেত। কিন্তু পূর্ববর্তী সরকারের ‘ভুলের’ কারণেই পেট্রোপণ্যের দামে কাটছাঁট করতে পারছে না কেন্দ্রীয় সরকার। সোমবার জ্বালানির মূল্যবৃদ্ধির ব্যাখ্যা দিয়ে এ ভাবেই ইউপিএ সরকারকে দুষলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি এ দিন বলেছেন, কেন্দ্রীয় সরকার চাইলেই জ্বালানির দাম কম করতে পারত, যদি না কংগ্রেসের বিক্রি করা তেলের বন্ডের বাড়তি সুদ বর্তমান কেন্দ্রীয় সরকারকে মেটাতে হত। কংগ্রেসের পক্ষ থেকে যদিও নির্মলার এই দাবিকে ‘মিথ্যা’ বলেই দেগে দেওয়া হয়েছে।

নির্মলা সীতারমণ এ দিন দাবি করেছেন, মনমোহন সিং সরকার দেশের বিভিন্ন তেল সংস্থাকে তেলের বন্ড বিক্রি করেছিল। যে কারণে এখন সেই বন্ডের সুদ মেটাতি গিয়ে আর আমজনতাকে জ্বালানির দামে ছাড় দিতে পারছেন না তিনি। ওই বন্ড বাজারে ছাড়া না হলে আর সুদ মেটাতে না হলে তিনি অবশ্যই জ্বালানির দাম কমাতেন। তাঁর দাবি, মনমোহন সিং সরকার দেশের তেল উৎপাদক সংস্থাগুলিকে ১.৪ লক্ষ কোটি টাকার বন্ড বিক্রি করেছিল। যার সুদ মেটাতে হচ্ছে চড়া দামে। সেই সুদ মেটাতে গিয়েই মোদী সরকার জ্বালানির দামে ছাড় দিতে পারছে না।

নির্মলার এই দাবির পাল্টা দিতে বিন্দুমাত্র সময় নষ্ট করেনি কংগ্রেস। রীতিমতো পরিসংখ্যান পেশ করে দাবি করা হয়, মিথ্যা বলছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সাহস থাকলে কংগ্রেসের যুক্তি যেন তিনি খণ্ডন করেন, সেই চ্যালেঞ্জ করা হয়েছে।

কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরযেওয়ালা টুইট করে লিখেছেন, “দয়া করে মিথ্যা বলা বন্ধ করুন এবং সাহস থাকলে আমার যুক্তি কেটে দেখান। গত ৭ বছরে বিজেপি পেট্রোল এবং ডিজেলের উপর কর ২৩.৮৭ এবং ২৮.৩৭ টাকা বাড়িয়েছে। মোদী সরকার অতিরিক্ত ১৭.২৯ লক্ষ কোটি টাকা সংগ্রহ করেছে। মিথ্যে বলবেন না, ১.৩ লক্ষের তেল বন্ডের কোনও টাকা দেওয়া বাকি নেই।”

উল্লেখ্য, এক বেসরকারি সংবাদ মাধ্যম সূত্রে পাওয়া খবর অনুযায়ী, গত ৭ বছরে কেন্দ্রীয় সরকার সুদ বাবদ প্রায় ৭০ হাজার কোটি টাকা খরচ করেছে। তার বিপরীতে চলতি বছরের সাধারণ বাজেটে করোনা বাবদ ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই পরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, কেন তিনি পেট্রোল-ডিজেলের দামে ছাড় দিচ্ছেন না। তখনই এই সাফাই দিতে শোনা যায় নির্মলা সীতারমণকে। আরও পড়ুন: বায়ুসেনাই সহায়! সি-১৭ গ্লোবমাস্টারে চেপে ‘অন্ধকার’ কাবুল থেকে দিল্লি ফিরলেন ৪৫ ভারতীয়

Next Article