বায়ুসেনাই সহায়! সি-১৭ গ্লোবমাস্টারে চেপে ‘অন্ধকার’ কাবুল থেকে দিল্লি ফিরলেন ৪৫ ভারতীয়

TV9 Bangla Digital | Edited By: ঋদ্ধীশ দত্ত

Aug 16, 2021 | 9:48 PM

আরও বহু ভারতবাসীকে এয়ারলিফট করার পরিকল্পনা বায়ুসেনার রয়েছে বলেও খবর।

বায়ুসেনাই সহায়! সি-১৭ গ্লোবমাস্টারে চেপে অন্ধকার কাবুল থেকে দিল্লি ফিরলেন ৪৫ ভারতীয়
প্রতীকী ছবি

Follow Us

নয়া দিল্লি: যেন অন্ধকার সাম্রাজ্য থেকে আলোর জগতে প্রবেশ। চাপা উৎকণ্ঠার মাঝেই প্রায় ৪৫ জন ভারতীয়কে কাবুল থেকে উদ্ধার করে নয়া দিল্লিতে ফিরিয়ে আনল ভারতীয় বায়ুসেনা। সূত্রের খবর, উদ্ধার হওয়া ভারতীয়দের মধ্যে আফগানিস্তানের দূতাবাসের কর্মীরা রয়েছেন। আগামী সময় আরও বহু ভারতবাসীকে এয়ারলিফট করার পরিকল্পনা বায়ুসেনার রয়েছে বলেও খবর। যদিও সোমবার আর কোনও উদ্ধারকার্য হবে না বলেই জানা গিয়েছে।

ভারতীয় বিদেশমন্ত্রক সূত্রে বলা হয়েছে, গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। সবাইকে যাতে সুরক্ষিত অবস্থায় বের করে আনা সেই বিষয়টির উপরই অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সুরক্ষিতভাবে যাতে ভারতীয়দের ফেরানো যায় সেই উদ্দেশ্যে সোমবার দুপুরে ভারতীয় বায়ুসেনার সি-১৭ গ্লোবমাস্টার কাবুল বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয়। প্রাথমিকভাবে যদিও মনে করা হচ্ছিল, অন্ততপক্ষে ৩০০ জন ভারতীয়কে ফিরিয়ে আনা হতে পারে। তবে শেষ পর্যন্ত ৪৫ জন ভারতীয় নাগরিককে ফিরিয়ে আনা সম্ভব হয়।

সূত্র জানাচ্ছে, তালিবানের পক্ষ থেকে ইতিমধ্যেই গোটা কাবুল শহরে কার্ফু জারি করা হয়েছে। এই মুহূর্তে কয়েক হাজার আফগান নাগরিক-সহ অন্যান্য দেশের হাজারো মানুষ কাবুল বিমানবন্দরে অপেক্ষারত অবস্থায় রয়েছেন। আফগান নাগরিকরা চাইছেন যে ভাবেই হোক তালিবানি শাসন থেকে মুক্তি। অন্যদিকে, বাকি দেশের নাগরিকরা নিজের দেশে ফেরার অপেক্ষায় প্রতিটা মুহূর্ত উৎকণ্ঠার মধ্যে দিয়ে কাটাচ্ছেন। যে কোনও বাণিজ্যিক বিমানের জন্য আকাশপথ ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে তালিবানরা। যে কারণে এয়ার ইন্ডিয়ার বিমান যাওয়ার কথা থাকলেও সেই পরিকল্পনা বাতিল করে বায়ুসেনাকে নামাতে হয়েছে।

আফগানিস্তান অসামরিক উড়ান কর্তৃপক্ষের তরফে সকালেই জানানো হয়ছে, সমস্ত দেশের উড়ানেরই যেন গতিপথ পরিবর্তন করে নেওয়া হয়। কাবুলের এয়ারস্পেসের নিয়ন্ত্রণ যে কোনও মুহূর্তে হাতছাড়া হতে পারে বলে জানানো হয় প্রশাসনের তরফে। বিমানের গতিবিধিতে নজর রাখার ওয়েবসাইট ফ্লাইট ব়্যাডার ২৪-র তরফেও টুইট করে  জানানো হয় যে, শিকাগো থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানের গতিপথ বদলে দেওয়া হয়েছে। বিমানটি আফগানিস্তান এয়ারস্পেসে ঢুকে পড়লেও কিছুক্ষণের মধ্যেই তা আবার বেরিয়ে আসে।

গতকালই কাবুলে গিয়েছিল এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান। কাবুল বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে কোনও সাড়াশব্দ না পেয়ে এক ঘণ্টা কাবুলের আকাশেই পাক খায় সেই বিমান। তালিবানদের নজর এড়াতে বিমানের ব়্যাডারও বন্ধ করে দিতে বাধ্য হন পাইলট। অবশেষে কাবুল বিমানবন্দরে নামার অনুমতি পায় ওই বিমানটি। বিকালেই সুরক্ষিতভাবে ১২৯ জন ভারতীয়কে নিয়ে দিল্লিতে ফেরত আসে ওই বিমান। গতকালের ফ্লাইটে ভারতের একাধিক কূটনীতিবিদও ফিরে এসেছেন বলে জানা গিয়েছে। আরও পড়ুন: ‘দাসত্বের শিকল ভাঙল তালিবান’, কাবুলের পতনের পরই স্বস্তিতে ইমরান!

 

Next Article