হায়দরাবাদ: অলেকট্রা গ্রিনটেক (Olectra Greentech)-এর মুকুটে সাফল্যের বড়সড় পালক। গুজরাট রাজ্য সড়ক পরিবহন নিগম অলেকট্রা গ্রিনটেককে ৫০টি ৯ মিটারের বাসের বরাত দিয়েছে। গ্রস কস্ট কনট্রাক্টে ১০ বছরের জন্য এই চুক্তিতে আবদ্ধ হতে চলেছে সংস্থাটি। ১২ মাসের মধ্যে এই ৫০টি ইলেকট্রনিক বাসের ডেলিভারি দিতে হবে।
এই নয়া বরাতের পর অলেকট্রা ১৩৫০টি ইলেকট্রিক বাসের অর্ডার পেল। ২০২০ সালের ১৬ ডিসেম্বর ৩৫৩টি বাসের কথা বলা হয়েছিল। নতুন ৫০টি বাসও তারই আওতায় পড়ছে। অলেকট্রা গ্রিনটেক লিমিটেডের এমডি কেভি প্রদীপ জানান, “আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি ৫০টি বাসের অর্ডার আমরা পেয়েছি। গুজরাট স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন এই অর্ডার দিয়েছে। এই নয়া অর্ডারের পর আমাদের অর্ডার বুকে ১৩৫০টি বাসের সংখ্যা যুক্ত হল। গুজরাট রাজ্যের জন্যই আমাদের ২৫০টি বাস থাকছে। আমাদের জন্য এটা সত্যিই গর্বের মুহূর্ত।”
এই ৯ মিটারের শীতাতপ নিয়ন্ত্রিত বাসগুলিতে চালক ছাড়াও ৩৩ জন যাত্রী বসতে পারবেন। যাত্রীদের স্বাচ্ছন্দ্যই এই বাসগুলির মূল লক্ষ্য। একই সঙ্গে যাত্রীদের সুরক্ষার বিষয়ও খুবই গুরুত্বপূর্ণ সংস্থাটির কাছে। বাসে রয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা, এমার্জেন্সি বাটন, ইউএসবি সকেট। ব্যাটারির যে ক্ষমতা তাতে অনায়াসে ১৮০ থেকে ২০০ কিলোমিটার অবধি যাতায়াত করা যাবে। ট্রাফিক, যাত্রী তোলা কিংবা নামানো সবদিক হিসাব করেই তৈরি হয়েছে ব্যাটারি। এই ইলেকট্রিক বাসে অত্যাধুনিক ব্রেকিং সিস্টেম রয়েছে। সঙ্গে উচ্চ ক্ষমতাসম্পন্ন চার্জিং সিস্টেম ব্যাটারি। যা ৩-৪ ঘণ্টার মধ্যে পুরোপুরি বাস রিচার্জ করতে সক্ষম। আরও পড়ুন: অফিসে হাজিরা থেকে মিউজিয়াম ও বিনোদন পার্ক, আরও একগুচ্ছ ছাড় ঘোষণা নবান্নের