নয়া দিল্লি: করোনার ভ্যাকসিন থেকে জিএসটি তুলে নেওয়া সম্ভাবনা ক্ষীণ। ২৮ মে জিএসটি কাউন্সিলের বৈঠকের আগে উঠে আসছে এমনই তথ্য। যদিও মেডিকেল অক্সিজেন, অক্সিজেন কনসেনট্রেটর, পালস অক্সিমিটারের মত সরঞ্জাম থেকে জিএসটির হার কম করা হতে পারে বলে সূত্রের খবর। সূত্রের মতে, কাউন্সিলের এজেন্ডাতে কেবল কোভিড সম্পর্কিত সামগ্রীর উপর জিএসটি হ্রাস করার সুপারিশ করা হয়েছে।
আরও পড়ুন: ওদিকে ঝড়ের উথাল পাথাল, এরই মধ্যে জন্ম নিল ৩০০ ‘ইয়াস’
শুক্রবার জিএসটি কাউন্সিলের বৈঠক। ভিডিয়ো কনফারেন্সেই এবার জিএসটি কাউন্সিলের আলোচনাপর্ব চলবে। সকাল ১১টা থেকে শুরু হবে কনফারেন্স। সেখানে এই বিষয়গুলি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কোভিড ভ্যাকসিনে জিএসটি কমার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। বর্তমানে এই টিকার উপর ৫ শতাংশ জিএসটি ধার্য করা হয়েছে। জানা যাচ্ছে, আরটি-পিসিআর মেশিনে জিএসটির হারও কমানো সম্ভব নয় বলেই কাউন্সিল মনে করছে। পিপিই কিট, এন-৯৫ মাস্কও রয়েছে তালিকায়। ইতিমধ্যেই এগুলি ৫ শতাংশের স্ল্যাবে রয়েছে। ফলে এর থেকে আর কমানো সম্ভব নয়।
Finance Minister Smt. @nsitharaman will chair the 43rd GST Council meeting via video conferencing at 11 AM in New Delhi tomorrow. The meeting will be attended by MOS Shri. @ianuragthakur besides Finance Ministers of States & UTs and Senior officers from Union Government & States. pic.twitter.com/eQUnjCqGE7
— Ministry of Finance (@FinMinIndia) May 27, 2021
আরও পড়ুন: ‘টিকা না নিলে আগামী মাসের বেতন বন্ধ’, সরকারি নির্দেশিকায় হইচই
সূত্রের খবর, কোভিড চিকিৎসা সংক্রান্ত মাত্র চারটি সামগ্রীতে কমতে পারে জিএসটি। এর মধ্যে রয়েছে মেডিকেল অক্সিজেন, অক্সিজেন কনসেনট্রেটর, অক্সিজেন জেনারেটর ও পরীক্ষার কিট। কারণ, এই চারটি সামগ্রীতেই ১২ শতাংশ জিএসটি বসানো রয়েছে। তা কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব দেওয়া হতে পারে।