Amit Malviya: রাহুলকে নিয়ে টুইটের জের, অমিত মালব্যর বিরুদ্ধে FIR বেঙ্গালুরু পুলিশের

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Jun 28, 2023 | 2:48 PM

FIR against BJP's Amit Malviya: যাবতীয় আইন মেনেই এই এফআইআর দায়ের করা হয়েছে বলে, দাবি করেছেন কর্নাটকের মন্ত্রী প্রিয়ঙ্ক খাড়্গে। তিনি জানিয়েছেন, এই বিষয়ে আইনি উপদেষ্টাদের পরামর্শ নেওয়া হয়েছে।

Amit Malviya: রাহুলকে নিয়ে টুইটের জের, অমিত মালব্যর বিরুদ্ধে FIR বেঙ্গালুরু পুলিশের
বাঁদিকে - অমিত মালব্য, ডান দিকে - তাঁর পোস্ট করা রাহুল গান্ধীর কার্টুন

Follow Us

বেঙ্গালুরু: মোদী পদবি নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে ফৌজদারি মানহানি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন রাহুল গান্ধী। কর্নাটক নির্বাচনের সময়, প্রিয়ঙ্ক খাড়্গের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন বিজেপি নেতা অশ্বথ নারায়ণ। এবার রাহুল গান্ধীর বিরুদ্ধে অবমাননাকর টুইট করার জেরে এফআইআর করা হল বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর বিরুদ্ধে। কর্নাটকের প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা রমেশ বাবু এই বিষয়ে অভিযোগের জানান। সেই অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর দায়ের করা হয়েছে বেঙ্গালুরুর হাই গ্রাউন্ডস থানায়। অমিত মালব্যর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩ক, ১২০খ, ৫০৫(২) এবং ৩৪ ধারায় মামলা করা হয়েছে।

অমিত মালব্যর যে টুইটের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে মামলা করল কংগ্রেস, সেখানে রাহুল গান্ধীর মার্কিন সফরের একটি ভিডিয়ো শেয়ার করে বিজেপি নেতা অভিযোগ করেছিলেন, একটি ‘কপট খেলায়’ মেতেছেন রাগা। ওই টুইটে অমিত মালব্য লিখেছিলেন, “রাহুল গান্ধী বিপজ্জনক এবং একটি কপট খেলায় মেতেছেন। আরও বিপজ্জনক হল স্যাম পিত্রোদার মতো ব্যক্তিরা, যারা রাগাকে তাদের কথায় নাচাচ্ছেন। এঁরা কট্টর ভারত বিরোধী। বিদেশের মাটিতে ভারতকে অপমান করতে এবং প্রধানমন্ত্রী মোদীকে বিব্রত করতে কোনও উপায়ই বাদ রাখেন না।” একইসঙ্গে, একটি অ্যানিমেশন ভিডিয়ো টুইট করেছিলেন বিজেপির আইটি সেলের প্রধান। যে ভিডিয়োতে দবি করা হয়েছিল, ভারতের বৃদ্ধি আটকাতে প্রধানমন্ত্রী মোদীকে ক্ষমতাচ্যুত করতে চাইছে বিদেশি শক্তি। আর তার জন্য রাহুল গান্ধীকে দিয়ে গুটি সাজানো হচ্ছে।


অমিত মালব্যর বিরুদ্ধে বেঙ্গালুরু পুলিশের এই এফআইআর, ‘রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত’ বলে অভিযোগ করেছেন সাংসদ তথা তরুণ বিজেপি নেতা তেজস্বী সূর্য। তিনি টুইট করেছেন, “অমিত মালব্যের বিরুদ্ধে দায়ের হওয়া এফআআইআর-টি উদ্দেশ্যপ্রণোদিত। রাহুল গান্ধীর বিরুদ্ধে তাঁর বক্তব্যের জন্য ভারতীয় দণ্ডবিধির ১৫৩ক এবং ৫০৫(২)-এর অধীনে মামলা নথিভুক্ত করা হয়েছে। দুটি আইনই দুই সম্প্রদায়ের মধ্যে শত্রুতা প্রচার বিষয়ক। রাহুল গান্ধী কে? তিনি কি কোনও ব্যক্তি না কোনো গোষ্ঠী বা শ্রেণি? আমরা এই এফআইআরকে আদালতে চ্যালেঞ্জ জানাব। এই ক্ষেত্রে আমরা ন্যায়বিচার পাবই।”

তবে, যাবতীয় আইন মেনেই এই এফআইআর দায়ের করা হয়েছে বলে, দাবি করেছেন কর্নাটকের মন্ত্রী প্রিয়ঙ্ক খাড়্গে। তিনি জানিয়েছেন, এই বিষয়ে আইনি উপদেষ্টাদের পরামর্শ নেওয়া হয়েছে। তিনি আরও দাবি করেন, আইনি পদক্ষেপ করা হলেই কান্নাকাটি জুড়ে দেয় বিজেপি। প্রিয়ঙ্ক খাড়্গে বলেন, “যখনই ওদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়, কান্নাকাটি জুড়েদেয় বিজেপি। আসলে আইন মেনে চলতে অসুবিধা হয় ওদের। ওরা বলুক এফআইআর-এর কোন অংশ অসৎ উদ্দেশ্যে করা বলে মনে হচ্ছে ওদের। আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ করেই এই মামলা দায়ের করা হয়েছে। যদি মনে হয়, তা অসৎ উদ্দেশ্যে করা হয়েছে, তাহলে আইনি পথে লড়াই করুক।”

Next Article