ইন্দোর: কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী বঢরার নামে দায়ের হল এফআইআর। মধ্য প্রদেশের বিজেপি সরকারকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে কংগ্রেস নেত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। প্রিয়ঙ্কা গান্ধী ছাড়াও মধ্য প্রদেশের কংগ্রেস প্রধান তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ যাদবের নামও উল্লেখ করা হয়েছে এফআইআরে।
শনিবার ইন্দোর পুলিশের তরফে জানানো হয়েছে, মধ্য প্রদেশের বিজেপি সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে এক্স (টুইটার)-এ একটি চিঠি পোস্ট করেন কংগ্রেস নেতৃত্ব। তাদের ওই পোস্টের ভিত্তিতেই শনিবার রাতে বিজেপির লিগাল সেলের কনভেনার নীমেশ পাঠক পুলিশে অভিযোগ জানান। সোশ্যাল মিডিয়ায় জ্ঞানেন্দ্র অবস্তি নামক এক ব্যক্তির ভুয়ো চিঠি ভাইরাল করা হচ্ছে বলে অভিযোগ করা হয়। ওই চিঠিতে দাবি করা হয়েছে যে মধ্য় প্রদেশে কন্ট্রক্টরদের কোনও কাজের জন্য ৫০ শতাংশ কমিশন দিতে হয়।
ওই চিঠিই এক্স (টুইটার)-এ পোস্ট করেন প্রিয়ঙ্কা গান্ধী, কমল নাথ ও অরুণ যাদব। এরপরই নীমেশ পাঠক অভিযোগ দায়ের করেন। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারা (প্রতারণা) ও ৪৬৯ (সম্মানহানির উদ্দেশ্যে জালিয়াতি) ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।
নীমেশ পাঠকের দাবি, কংগ্রেস নেতারা সোশ্য়াল মিডিয়া পোস্টের মাধ্যমে ভুয়ো তথ্য ছড়িয়ে রাজ্য সরকার ও বিজেপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন।
প্রসঙ্গত, শুক্রবার প্রিয়ঙ্কা গান্ধী বঢরা টুইটারে দাবি করেন, মধ্য় প্রদেশের কনট্রাক্টররা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে চিঠি লিখে অভিযোগ জানিয়েছেন যে ৫০ শতাংশ কমিশন না দিলে তাদের প্রাপ্য টাকা দেওয়া হয় না। এর আগে কর্নাটকের বিজেপি সরকারও ৪০ শতাংশ কমিশন নিত। প্রাক্তন মুখ্য়মন্ত্রী কমল নাথ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ যাদবও একই পোস্ট করেন।