Ladakh Airbase: এয়ারবেস, অত্য়াধুনিক ড্রোন, লাদাখে লাল ফৌজের চোখরাঙানির জবাব দিতে প্রস্তুত বায়ুসেনাও

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 13, 2023 | 1:20 PM

Line of Actual Control: সূত্রের খবর, লাদাখে ন্যমা এয়ারবেস তৈরি করা হচ্ছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে এই এয়ারবেসটি অত্য়াধুনিক পরিষেবায় ভরপুর হবে।

Ladakh Airbase: এয়ারবেস, অত্য়াধুনিক ড্রোন, লাদাখে লাল ফৌজের চোখরাঙানির জবাব দিতে প্রস্তুত বায়ুসেনাও
ভারতীয় বায়ুসেনার নতুন সংযোজন।
Image Credit source: ANI

Follow Us

নয়া দিল্লি: ভারতের তরফে বারংবার সতর্ক করা হয়েছে, তবুও চিনা (China) আগ্রাসন কমেনি।  লাল ফৌজকে কড়া জবাব দিতে প্রস্তুত ছিল ভারতীয় সেনা। এবার চিনের আগ্রাসী মনোভাবের পাল্টা জবাব দিতে আরও এক ধাপ কড়া পদক্ষেপ গ্রহণ করল ভারতীয় সেনা (Indian Army)। লাদাখে বায়ুসেনা বানিয়েছে নতুন এয়ারবেস (Airbase)। ১৩ হাজার ফুট উচ্চতায় তৈরি এই এয়ারবেস থেকে যেমন ফাইটার বিমান (Fighter Jet) ওঠা-নামা করতে পারবে, তেমনই নতুন র‌‌‌‌‌্যাডার (Radar) ও আপগ্রেডেড ড্রোনও (Upgraded Drone) আনা হয়েছে নজরদারি বানানোর জন্য।

২০২০ সালের মে মাসে পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পার করে ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করেছিল চিনের লাল সৈন্য। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। জুন মাসে লাদাখের গালওয়ানে ভারত ও চিনের সেনার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এরপর থেকেই উত্তপ্ত ছিল লাদাখের পরিস্থিতি। সেনা ও কূটনৈতিক স্তরে দফায় দফায় আলোচনার পর ধীরে ধীরে সংঘর্ষের জায়গা থেকে সেনা প্রত্যাহার করা হয়। তবে এখনও অবধি লাদাখের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়নি।

এই পরিস্থিতিতে  লাদাখে নিরাপত্তা আরও কঠোর করছে সেনা বাহিনী। সূত্রের খবর, লাদাখে ন্যমা এয়ারবেস তৈরি করা হচ্ছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে এই এয়ারবেসটি অত্য়াধুনিক পরিষেবায় ভরপুর হবে। শীঘ্রই কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই এয়ারবেসের কাজ সরোজেমিনে খতিয়ে দেখতে যেতে পারেন। এটা লাদাখে বায়ুসেনার তৃতীয় এয়ারবেস হতে চলেছে। লেহ ও থইসে-তে ইতিমধ্যেই বায়ুসেনার এয়ারবেস রয়েছে।

সূত্রের খবর, এই এয়ারবেসে ভারতীয় বায়ুসেনা আপগ্রেডেড হেরন এমকে২ ড্রোন আনতে পারে চিনের গতিবিধির উপরে কড়া নজরদারির জন্য। এছাড়া ৯০টি এয়ারলিফটিং ট্য়াঙ্ক, ৩৩০ ইনফান্ট্রি কমব্য়াট ভেহিকল, রাশিয়ান বিএমপি, আর্টিলারি গান আনা হবে। আরও বেশি সংখ্যক সেনাও মোতায়েন করা হবে।

সেনা সূত্রে খবর, যেভাবে সীমান্ত লাগোয়া অঞ্চলগুলিতে চিন নতুন এয়ারবেস তৈরি করছে এবং পুরনো এয়ারবেসগুলিকে আরও বড় করছে, তার দিকে নজর রেখেই ভারতীয় সেনাবাহিনীও নিরাপত্তা বাড়াচ্ছে। প্রসঙ্গত, আগামী ১৪ অগস্ট পূর্ব লাদাখে সেনা প্রত্যাহারের জন্য় ১৯ তম কর্পস কম্যান্ডার লেভেলের বৈঠক বসতে চলেছে।

Next Article