বেঙ্গালুরু: সদ্য বিয়ে হয়েছে। রাতে ঘরের মধ্যে উদ্দাম যৌনতায় মেতেছিলেন বেঙ্গালুরুর এক দম্পতি। আর নববিবাহিত দম্পতির সেই অন্তরঙ্গ দৃশ্যই নাকি দেখে ফেলেছিলেন পাশের অ্যাপার্টমেন্টের বছর চুয়াল্লিশের এক মহিলা। প্রতিবেশীর দাবি, নতুন বিয়ে করা ওই স্বামী-স্ত্রী ঘরের জানালা হাট করে খুলে রেখে রতিক্রিয়ায় মত্ত ছিলেন। খোলা জানালা দিয়ে দু’জনকে এভাবে আপত্তিকর অবস্থায় দেখে বেজায় বিরক্ত ওই প্রতিবেশী মহিলা। নবদম্পতির খুল্লামখুল্লা এই ‘রাতের খেলা’ পাড়ায় দৃশ্যদূষণ তৈরি করছে বলেই মনে করছেন তিনি। প্রতিবেশী মহিলা এতটাই বিরক্ত যে থানায় অভিযোগ জানিয়ে এফআইআর পর্যন্ত করে ফেলেছেন। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর গিরিনগর থানা এলাকায়।
জানা যাচ্ছে ঘটনাটি ঘটেছিল ৭ মার্চ। ঘড়িতে তখন রাত প্রায় সাড়ে দশটা। প্রতিবেশী ওই মহিলার দাবি, তিনি সেই সময় কোনও কারণে ঘরের সদর দরজা খুলেছিলেন। আর তখনই দেখতে পান পাশের বাড়ির ওই নব দম্পতির ঘরের জানালা পুরো খোলা। আর জানালার সামনে উদ্দাম যৌনতার মেতে ছিলেন স্বামী-স্ত্রী। মহিলার দাবি, তিনি সেই সময় ওই দম্পতিকে জানালা বন্ধ করার জন্য বলেছিলেন। পরামর্শ দিয়েছিলেন, ‘যা করার করো, কিন্তু দরজা-জানালা করে করো।’ আর এ কথা শুনেই নাকি উল্টে তাঁর সঙ্গেই অভব্য আচরণ করে ওই দম্পতি। এমনকী তাঁর প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।
৭ মার্চ এই ঘটনার পরের দিনই প্রতিবেশী মহিলা থানায় ছোটেন। ৮ তারিখেই ওই নবদম্পতির বিরুদ্ধে পুলিশের কাছে এফআইআর দায়ের করেন। মহিলার বক্তব্য, ওই দম্পতির এমন কাণ্ড-কারখানা যথেষ্ট বিরক্তিকর এবং তাঁরা গোটা পাড়ার জন্য উপদ্রবের কারণ হয়ে উঠেছেন। যদিও ওই মহিলার বিরুদ্ধে পাল্টা অভিযোগও জমা পড়েছে থানায়। নববিবাহিত ওই দম্পতির পক্ষেই দাঁড়িয়েছেন তাঁদের বাড়ির মালিক। বাড়ির মালিক থানায় গিয়ে অভিযোগ জানিয়েছেন, ওই প্রতিবেশী মহিলা যা বলছেন, তা পুরোপুরি ভিত্তিহীন। তাঁর ভাড়াটেদের বাড়ি ছাড়ার জন্য চাপ দিতেই এই ধরনের সাজানো অভিযোগ করা হচ্ছে বলে পাল্টা নালিশ দম্পতির বাড়ির মালিকের।