Delhi AIIMS Fire: দিল্লির এইমস হাসপাতালে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের আটটি ইঞ্জিন

Aug 08, 2023 | 12:30 PM

Delhi AIIMS Fire: আগুন লেগেছে ভারতের এই প্রথম সারির চিকিৎসা কেন্দ্রের এন্ডোস্কোপি বিভাগে। সূত্রের খবর ওই বিভাগ থেকে রোগী-চিকিৎসক-চিকিৎসা কর্মী-সহ সকল ব্যক্তিবর্গকে নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

Delhi AIIMS Fire: দিল্লির এইমস হাসপাতালে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের আটটি ইঞ্জিন
গলগল করে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে
Image Credit source: ANI

Follow Us

নয়া দিল্লি: দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস বা এইমস হাসপাতালে ভয়াবহ আগুন। আগুন লেগেছে ভারতের এই প্রথম সারির চিকিৎসা কেন্দ্রের এন্ডোস্কোপি বিভাগে। সূত্রের খবর ওই বিভাগ থেকে রোগী-চিকিৎসক-চিকিৎসা কর্মী-সহ সকল ব্যক্তিবর্গকে নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকল বিভাগ। দমকলের আটটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। ঘটনাস্থলের একটি ভিডিয়ো ক্লিপ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে সংবাদ সংস্থা এএনআই। সেই ভিডিয়ো ক্লিপে দেখা যাচ্ছে এইমস-এর ভবনের চতুর্থ তলের একটি ঘরের জানলা থেকে গলগল করে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। জানলার লভিতর দিয়ে লেলিহান শিখাও দেখা যাচ্ছে। দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।

সূত্রের খবর আগুন লাগে সকাল ১১.৪৫ মিনিট নাগাদ। তবে দমকল বিভাগের কর্মীরা কিছুক্ষণের মধ্যেই সেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। দিল্লির এইমস-এর মেডিকেল সুপারিনটেনডেন্ট সঞ্জীব লালওয়ানি বলেছেন, “গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের অধীনে এন্ডোস্কোপি ইউনিটের পুরনো আরএকে ওপিডির দ্বিতীয় তলে আগুন লেগেছিল। কন্ট্রোল রুমকে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয়। আগুন লাগার খবর দেওয়া হয় দমকল বিভাগকেও। অবিলম্বে আগুন নিয়ন্ত্রণে আনে এইমস ফায়ার সার্ভিস। এবি-২ ওয়ার্ডের ৩১ জন রোগীকে আইসিইউ ও এবি-৭ ওয়ার্ডে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ৭০ জন রোগীকে জরুরি বিভাগ থেকে অন্যান্য ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে। কোনও হতাহতের খবর নেই। শিগগিরই স্বাভাবিক চিকিৎসা পরিষেবা ফিরবে। তার জন্য সবরকম প্রচেষ্টা করা হচ্ছে।”

Next Article