মধ্যরাত থেকে বেরিয়ে আসছে আগুনের শিখা, হাসপাতালে অগ্নিকাণ্ডে পুড়ে মৃত্যু ৪ রোগীর

ঈপ্সা চ্যাটার্জী |

Apr 28, 2021 | 7:59 AM

স্থানীয় সূত্রে জানা গরিয়েছে. রাত ৩টে ৪০ নাগাদ আগুন লাগে।

মধ্যরাত থেকে বেরিয়ে আসছে আগুনের শিখা, হাসপাতালে অগ্নিকাণ্ডে পুড়ে মৃত্যু ৪ রোগীর
আগুন নেভানোর চেষ্টা করছেন দমকলকর্মীরা।

Follow Us

থানে: একের পর এক হাসপাতালে লাগছে আগুন। মুম্বইয়ের থানেতে অবস্থিত প্রাইম ক্রিটিকেয়ার হাসপাতালে আগুন লাগে। ঘটনায় চার রোগীর মৃত্যু হয়। বাকি রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।  স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার রাত তিনটে ৪০ মিনিট নাগাদ আগুন লাগে।

পুলিশসসূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে আচমকাই আগুন লাগে মুম্বরার কৌসা এলাকায় ওই হাসপাতালে।  অগ্নিকাণ্ডের খবর মিলতেই ঘটনাস্থানে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন ও পাঁচটি অ্যাম্বুলেন্স। ইতিমধ্যেই ২০ জন রোগীকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ছয়জন আইসিইউতে ছিলেন। দ্রুত অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়. তাদের। তবে বাঁচানো যায়নি চার রোগীকে, উদ্ধারসকার্যের সময়ই অগ্নিদ্বগ্ধ অবস্থায় চারজনের মৃতদেহ উদ্ধার হয়।

হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, কীভাবে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। আগুনে হাসপাতালের নিচের তলটি সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। তবে ভাগ্যক্রমে অধিকাংশ রোগীদেরও উদ্ধার করা সম্ভব হয়েছেয গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।
মহারাষ্ট্রের মন্ত্রী তথা বিধায়ক জীতেন্দ্র আহওয়াদ জানান, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে গোটা বিষয়টি জানানো হয়েছে। একইসঙ্গে তিনি ঘোষণা করেন যে নিহতদের পরিবার পাঁচ লক্ষ টাকা ও আহতরা এক লক্ষ টাকা করে ক্ষতিপূরণ পাবেন।

সম্প্রতিই থানে থেকে ৫০ কিলোমিটার দীরে অবস্থিত ভিরারে একটি কোভিড হাসপাতালে আগুন লাগে। সেই ঘটনায় মৃত্যু হয় ১৪ জন করোনা রোগীর।

Next Article