রাজনীতিকদের টিকাকরণ: জন্মদিনে নিজেকে ভ্যাকসিন উপহার নীতীশের

ঈপ্সা চ্যাটার্জী |

Mar 01, 2021 | 6:46 PM

দ্বিতীয় দফার টিকাকরণের প্রথম দিনেই টিকা (COVID Vaccine) নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এরপরই টিকা নেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক(Naveen Patnaik), বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার(Nitish Kumar)।

রাজনীতিকদের টিকাকরণ: জন্মদিনে নিজেকে ভ্যাকসিন উপহার নীতীশের
উপ-রাষ্ট্রপতি ছাড়াও বিহার, ওড়িশার মুখ্যমন্ত্রীও করোনা টিকা নেন।

Follow Us

নয়া দিল্লি: দেশজুড়ে গণটিকাকরণ কর্মসূচির দ্বিতীয় দফা শুরু হতেই টিকা নেওয়ার হিড়িক পড়ল মন্ত্রীদের মধ্যে। সোমবার সকালেই দিল্লির এইমস(AIIMS)-এ ভারত বায়োটেকের করোনা টিকা নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এরপরই একে একে করোনা টিকা নেন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু (Venkaiah Naidu), বিহার ও ওড়িশার মুখ্যমন্ত্রী।

গত ১৬ জানুয়ারি দেশজুড়ে প্রথম দফার গণটিকাকরণ কর্মসূচি শুরু হয়। তার আগে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নিজেই বলেছিলেন নেতা-মন্ত্রীরা যেন টিকা নেওয়ার জন্য হুড়োহুড়ি না করেন। টিকাকরণ প্রক্রিয়া শুরু হওয়ার কিছুদিন পর ফের তিনি নিজেই জানান, দ্বিতীয় দফায় করোনা টিকা পাবেন সব রাজ্যের মুখ্যমন্ত্রী। একইসঙ্গে সাংসদ, বিধায়করাও পাবেন টিকা।

এদিন দ্বিতীয় দফার টিকাকরণের শুরুতে বড় চমক ছিল প্রধানমন্ত্রীর টিকাগ্রহণ। আগে থেকে কোনও ঘোষণা না থাকলেও আজ সকালেই দিল্লির এইমসে “কোভ্যাকসিন”-র প্রথম ডোজ় নেন তিনি। বাকিদেরও টিকা নিতে এগিয়ে আসার কথা বলেন।

বেলা গড়াতেই ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক (Naveen Patnaik) জানান, বিধানসভার ডিসপেনসারিতে তিনি করোনা টিকার প্রথম ডোজ় নিয়েছেন। টিকা নেওয়ার একটি ছবিও টুইট করেন তিনি। লেখেন, “আজ আমি করোনা টিকার প্রথম ডোজ় নিয়েছি। সময়ের বিরুদ্ধে লড়াই করে আমাদের দেশের গবেষক ও চিকিৎসকরা ভ্যাকসিন তৈরি করেছেন। এর জন্য আমি তাঁদের কাছে কৃতজ্ঞ। যাদের এই দফায় টিকা পাওয়ার কথা, তাঁদের আবেদন জানাচ্ছি ওড়িশাকে করোনামুক্ত করতে আপনারা এগিয়ে আসুন।”

আরও পড়ুন: এখনও মেলেনি আব্বাসের আস্থা, তাঁর জোট-যোগ নিয়ে ওয়েইসি বললেন, ‘সময়ে সব বলব’

এদিকে, আজ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)-র জন্মদিন। এদিনই করোনা টিকা নিয়ে নিজেকে উপহার দিলেন তিনি। পটনার একটি স্বাস্থ্যকেন্দ্রে টিকা নিয়ে ৭০ বছর বয়সী মুখ্যমন্ত্রী জানান, রাজ্যুড়ে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে টিকাকরণ প্রক্রিয়া চলছে। আমিও আজ করোনা টিকার প্রথম ডোজ় নিলাম। সরকারির পাশাপাশি বেসরকারি হাসপাতালেও বিনামূল্যে টিকা পাবেন রাজ্যবাসী, এই ঘোষণাও করেন তিনি।

উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু(M Venkaiah Naidu)-ও চেন্নাইয়ের একটি সরকারি মেডিক্যাল কলেজে করোনা টিকা নেন। উপ-রাষ্ট্রপতির সরকারি টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে জানানো হয়, আজ তিনি করোনা টিকার প্রথম ডোজ় নিয়েছেন। ২৮দিন পর তিনি দ্বিতীয় ডোজ় নেবেন। দ্বিতীয় দফায় টিকাগ্রহণের জন্য যোগ্য ব্যক্তি, যাঁদের বয়স ৬০ বছরের বেশি এবং ৪৫ উর্ধ্ব ব্যক্তি, যাঁদের কো-মর্ডিবিটি রয়েছে, তাঁদের টিকা নেওয়ার জন্য এগিয়ে আসার আহ্বান জানান।

মুম্বইয়ের জেজে হাসপাতালে করোনা টিকার প্রথম ডোজ় নেন জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি শরদ পাওয়ার (Sharad Pawar)। তিনিও করোনার বিরুদ্ধে লড়াইয়ে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী ছাড়াও দিল্লির এইমসে টিকা নিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী জীতেন্দ্র সিং (Jitendra Singh)। রাজস্থানের রাজ্যপাল কলরাজ মিশ্র(Kalraj Mishra)-ও আজ জয়পুরে করোনা টিকা নেন।

প্রতিবেশী দেশে ভারতীয় টিকা পৌঁছনোর পরই নেপালের সেনা প্রধান পূর্ণচন্দ্র থাপা (Purna Chandra Thapa)-ও করোনা টিকা নিয়েছেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: ঝুমুর নাচে পা মিলিয়ে অসমে বেকারত্বের বিরুদ্ধে প্রতিবাদের ডাক প্রিয়ঙ্কার

Next Article